স্পেনের গৃহযুদ্ধে জার্মানি ও ইতালি জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বনের কারণ।
স্পেনের গৃহযুদ্ধে জার্মানি ও ইতালি জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বন করেছিল কেন?
উত্তর : ভুমিকা : দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে সংঘটিত স্পেনের গৃহযুদ্ধ ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। স্পেনের অভ্যন্তরীণ আর্থ-সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলি ছাড়াও বহিঃশক্তির প্রত্যক্ষ ও পরােক্ষ মদদে স্পেনের গহযুদ্ধ সংঘটিত হয়। প্রয়ােজনীয় কাঁচামাল সংগ্রহ এবং ফ্রান্সকে দুর্বল করে রাখার জন্য জার্মানি ও ইতালি জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বন করে।
জার্মানি ও ইতালির জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বন করার কারণ
কিছু সুনির্দিষ্ট লক্ষ্যে স্পেনের গৃহযুদ্ধে জার্মানি ও ইতালি জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বন করেছিল। নিম্নে সেগুলাে সম্পর্কে আলোচনা করা হলাে :
- হিটলার ধারণা করছিলেন স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম সীমান্তে একটি ফ্যাসিস্ট সরকারের পত্তন হবে। যার ফলশ্রুতিতে ফ্রান্স অধিকতর দুর্বল হয়ে পড়বে এবং তা জার্মানির জন্য লাভজনক হবে।
- জেনারেল ফ্রাঙ্কো গৃহযুদ্ধে জয়লাভ করলে কৃতজ্ঞতাস্বরূপ জার্মানিকে প্রয়ােজনীয় কাঁচামাল সরবরাহ করবে।
- ভূমধ্যসাগরে জার্মানির প্রভাব বিস্তার সহজতর করার জন্য হিটলার স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বন করেছিলেন।
- ইতালির ফ্যাসিস্ট নেতা মুসােলিনির উদ্দেশ্য ছিল স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর একনায়কত্ব প্রতিষ্ঠা করে শক্রভাবাপন্ন ফ্রান্সকে বেষ্টন করা। তাছাড়া স্পেনের সাহায্যে জিব্রাল্টার অধিকার করে ভূমধ্যসাগরে ইতালির আধিপত্য স্থাপন করাও মুসােলিনির অন্যতম লক্ষ্য ছিল।
উপরিউক্ত কারণে জার্মানি ও ইতালি জেনারেল ফ্রাঙ্কোর সমর্থনে সরাসরি স্পেনে সেনাদল ও সমরাস্ত্র পাঠিয়েছিল।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্পেনের গৃহযুদ্ধে জার্মানি ও ইতালি নিজেদের স্বার্থ-উদ্ধারের জন্যই জেনারেল ফ্রাঙ্কোর পক্ষাবলম্বন করেছিল। প্রয়ােজনীয় কাঁচামাল সংগ্রহ, ফ্রান্সকে সামরিক দিক দিয়ে দুর্বল করে রাখা এবং ভূমধ্যসাগরে নিজেদের আধিপত্য বিস্তারের জন্যই জার্মানি ও ইতালি ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল।