স্পেনের গৃহযুদ্ধ ।

সংক্ষেপে স্পেনীয় গৃহযুদ্ধের বিবরণ দাও। অথবা, স্পেনের গৃহযুদ্ধ বলতে কি বুঝায়?

উত্তর : ভূমিকা : প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী দুই দশকে স্পেনের রাষ্ট্রীয় জীবনে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সামরিক একনায়কতন্ত্র ও প্রজাতন্ত্র এসব বিপরীতধর্মী শাসনব্যবস্থা একের পর এক প্রবর্তিত হয়। স্পেনের প্রজাতান্ত্রিক সরকার একটি আধুনিক প্রগতিশীল রাষ্ট্র গঠনের পথে আগ্রসর হয়। কিন্তু স্পেনের প্রতজাতান্ত্রিক সরকার স্পেনের বিভিন্ন দল ও সামাজিক গােষ্ঠীর মধ্যে সংহতি সাধন করতে পারে নি। একদিকে দক্ষিণপন্থী শক্তিগুলো যেমন- যাজক, রাজতন্ত্রীরা ও অভিজাতবর্গ, প্রজাতন্ত্রের অবসান ও রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা কামনা করে। অন্যদিকে বামপন্থিরা বিশেষত সিন্ডিক্যালিস্ট ও কমিউনিস্টরা সোভিয়েত রাশিয়ার অনুকরণে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে আগ্রহী ছিল। ১৯৩৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে স্পেনের রাজনৈতিক দলগুলাে দুটি বিবদমান গােষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল বাম ও গণতান্ত্রিক পপুলার ফ্রন্ট এবং অন্যদিকে ছিল ক্যাথলিক ও রাজতন্ত্রীদের মিলিত জাতীয় ফ্রন্ট। নির্বাচনে পপুলার ফ্রন্ট বেশি আসন দখল করে। ১৯৩৬ সালের এপ্রিলে ম্যানুয়েল অজানা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।

স্পেনের গৃহযুদ্ধের সূচনা :

বাম গণতান্ত্রিক সরকারের ক্ষমতা লাভের ফলে রাজতন্ত্রের সমর্থক কর্মচারী ও সৈন্যবাহিনীর মনে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। সমর নায়করা প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের পথে অগ্রসর হন। এ বিদ্রোহের সংগঠক ছিলেন জেনারেল ফ্রান্সিসকো-ফ্রাঙ্কো। ১৯৩৬ সালের ১৭ জুলাই মরক্কোতে স্পেনীয় সৈন্যবাহিনী ফ্রাঙ্কোর পক্ষে বিদ্রোহের সূচনা করে। প্রজাতান্ত্রিক সরকারও প্রতিবিপ্লবী অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরােধের ডাক দেন। ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

স্পেনের যুদ্ধের গতিপ্রকৃতি :

জেনারেল ফ্রাঙ্কো ফ্যানারি দ্বীপ থেকে মরক্কোতে এসে বিদ্রাহীদের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি একটি প্রতিদ্বন্দী সরকারও ঘােষণা করেন। ফ্রাঙ্কো সেনাদলসহ মরক্কো থেকে দক্ষিণ স্পেনে চলে আসেন। স্পেনের রাজতন্ত্রী, ফ্যাসিবাদী অভিজাত প্রভৃতি সকল শ্রেণীর প্রতিক্রিয়াশীল গােষ্ঠী ফ্রাঙ্কোর পক্ষ নেয়। ফ্রাঙ্কোর পক্ষে পেশাদারী সৈন্যরা ছিল । তিনি রাজধানী মাদ্রিদের পক্ষে সেনাদল পরিচালনা করেন। অপরদিকে প্রজাতান্ত্রিক সরকার অনুগত সেনাদল এবং কৃষক ও শ্রমিক সমর্থকদের নিয়ে একটি সেনাবাহিনী গঠন করেন। এ বাহিনীর সাহায্যে মাদ্রিদ ও ক্যাটালোনিয়া রক্ষা পায়। কিন্তু সরকারি বাহিনী জেনারেল ফ্রাঙ্কোর সুশিক্ষিত ও সুসজ্জিত সেনাবাহিনীর গতিরোধ করতে অসমর্থ হয়। স্পেন সরকারের রাজধানী ভেলেনশিয়াম স্থানান্তর করা হয়। জার্মানি ও ইতালি বার্গোতে জেনারেল ফ্রাঙ্কো কর্তৃক স্থাপিত সামরিক সরকার স্বীকার করে নেয়। যদিও বিদ্রোহী বাহিনী মাদ্রিদ দখল করতে অসমর্থ হয়, তথাপি জার্মানি ও ইতালির নিকট হতে প্রাপ্ত সেনাবাহিনী ও যুদ্ধাস্ত্রের সাহায্যে তারা বিলবাও নগরটি দখল করে। ১৯৩৬ সালের অক্টোবর মাসের মধ্যে জাতীয়তাবাদীগণ উত্তর-পশ্চিম স্পেনে অভিযান সম্পন্ন করে। ফলে পূর্ব স্পেনে স্পেনীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহী ফ্রাঙ্কো বাহিনী সকল শক্তি নিয়ােগ করে। এভাবে স্পেনে গৃহযুদ্ধ চলতে থাকে।

জাতীয়তাবাদীগণের সাফল্য :

জাতীয়তাবাদীগণ মাদ্রিদ, ভ্যালেনশিয়া ও ক্যাটালোনিয়া বিপন্ন করে তুলতে স্পেন সরকারের রাজধানী বার্সিলােনায় স্থানান্তর করা হয়। ১৯৩৭ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট আজানা প্যারিসে পলায়ন করেন। অনেকে ফ্রান্সে আশ্রয় গ্রহণ করে। মন্ত্রিসভা ফ্রাঙ্কো ও তার বাহিনীকে বাধা প্রদানের সংকল্প ত্যাগ করে। সেনাপতি জেনারেল মিয়াজা শাস্তির জন্য আবেদন করেন। এর ফলে মাদ্রিদে কমিউনিস্টগণ বিদ্রোহী হয়ে এক সপ্তাহ ধরে হত্যাকাণ্ড ও গােলযােগ চালায়। এ অবস্থায় সেনাপতি মিয়াজা মাদ্রিদ ত্যাগ করেন। ফলে ১৯৩৯ সালের মার্চে জেনারেল ফ্রাঙ্কো সসৈন্যে মাদ্রিদে বিনা বাধায় প্রবেশ করেন। ইতোমধ্যে ১৯৩৯ সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটেন ও ফ্রান্স ফ্রাঙ্কো কর্তৃক স্থাপিত জাতীয়তাবাদী সরকারকে স্বীকৃতি দেয়। এভাবে স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে এবং ফ্রাঙ্কো ও জাতীয়তাবাদীগণ সাফল্য লাভ করেন।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্পেনের গৃহযুদ্ধের আপাত ফলাফল হলাে প্রজাতান্ত্রিক সরকারের বিলুপ্তি ও ফ্রাঙ্কোর নেতৃত্বে একটি প্রতিক্রিয়াশীল সমরবাদী রাজনীতির সাফল্য । কিন্তু স্পেনের গৃহযুদ্ধের প্রকৃত গুরুত্ব নিহিত ছিল স্পেনের বাইরে। স্পেনের গৃহযুদ্ধ ইউরোপে একটি যুদ্ধজনিত পরিবেশ সৃষ্টি করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে প্রথম ইউরােপীয় সংঘাতের দৃষ্টান্ত স্থাপন করেছিল।

Next Post Previous Post