স্পেনীয় গৃহযুদ্ধের দুই প্রধান প্রতিপক্ষ।
স্পেনের গৃহযুদ্ধের দুই প্রধান প্রতিপক্ষের পরিচয় দাও।
উত্তর : ভূমিকা :১৯৩৬ সালে স্পেনে গৃহযুদ্ধ শুরু হলে প্রজাতান্ত্রিক সরকার প্রতি বিপ্লবী অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের ডাক দেয়। এ গৃহযুদ্ধে দেশপ্রেমিক স্পেনীয়রা প্রজাতন্ত্রের পক্ষে অস্ত্রধারণ করে। পক্ষান্তরে নানা পদের সমর-অধিনায়ক, বে-সামরিক কর্মচারী, ফ্যাসিবাদী, রাজতন্ত্রী, অভিজাত সম্প্রদায় জেনারেল ফ্রাঙ্কোর পক্ষে যোগ দেয় ।
স্পেনের গৃহযুদ্ধের দুই প্রধান প্রতিপক্ষের পরিচয় :
জেনারেল সানজুরজো ও পরবর্তীতে জেনারেল ফ্রাঙ্কোর বিদ্রোহ ঘোষণার মধ্য দিয়ে স্পেনের গৃহযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে স্পেনের রাজতন্ত্রীরা, চার্চের সমর্থকরা, সেনাবাহিনীর বিক্ষুদ্ধ সদস্যরা, স্পেনের ফ্যাসিস্টপন্থি ও প্রতিক্রিয়াশীল ভূস্বামী ও বিত্তবান শিল্পপতিরা বিদ্রাহীদের পক্ষে সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে। অন্যদিকে স্পেনের বামপন্থি ও প্রজাতন্ত্রের সমর্থকরা, কৃষক-শ্রমিক সম্প্রদায়ের বৃহৎ অংশ এবং কিছু কিছু বিচ্ছিন্ন সামরিক কর্মকর্তারা সরকারের পক্ষাবলম্বন করে। তাছাড়া জার্মানি ও ইতালি বিদ্রোহীদের সাহায্য ও সমর্থন যুগিয়েছিল। অন্যদিকে রাশিয়া স্পেনের বামপন্থি বা সরকার সমর্থকদের সমর্থন যুগিয়েছিল। এভাবে প্রবল দুই প্রতিপক্ষের মধ্যে সংঘটিত স্পেনের গৃহযুদ্ধ ১৯৩৬ সালের ১৭ জুলাই থেকে শুরু হয় ১৯৩৯ সালের ২৮ মার্চ বিদ্রোহীদের স্পেনের রাজধানী মাদ্রিদ দখলের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্পেনের বামপন্থি ও প্রজাতন্ত্রের সমর্থকরা, কৃষক-শ্রমিক সম্প্রদায়ের বৃহৎ অংশ, বিচ্ছিন্ন সামরিক কর্মকর্তারা এবং রাশিয়া স্পেনের গৃহযুদ্ধের সময় প্রজাতান্ত্রিক সরকারের পক্ষে সমর্থন যুগিয়েছিল কিন্তু স্পেনের রাজতন্ত্রী চার্চের সমর্থকরা, বিক্ষুদ্ধ সেনাসদস্যরা, ফ্যাসিস্টপন্থি ও প্রতিক্রিয়াশীল ভূস্বামী ও বিত্তবান শিল্পতিরা, জার্মান ও ইতালি জেনারেল ফ্রাঙ্কোর পক্ষে সমর্থন দিয়েছিল।