স্পেনীয় গৃহযুদ্ধের গতিপ্রকৃতি।
স্পেনীয় গৃহযুদ্ধের গতিপ্রকৃতি আলােচনা কর।
উত্তর : ভূমিকা : ১৯৩৬ সালের ১৭ জুলাই মরক্কোতে স্পেনীয় সৈন্যবাহিনী জেনারেল ফ্রাঙ্কোর পক্ষে বিদ্রোহের সূচনা করলে প্রজাতান্ত্রিক সরকার ও প্রতিবিপ্লবী অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেয়। ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জেনারেল ফ্রাঙ্কো মরক্কো থেকে দক্ষিণ স্পেনে এসে সেনাদলকে রাজধানী মাদ্রিদের পক্ষে প্রেরণ করেন। রাজতান্ত্রিক সরকার অনুগত সেনাদল দ্বারা মাদ্রিদ ও ক্যাটালােনিয়া রক্ষা করতে সমর্থ হলেও ফ্রাঙ্কোর সুশিক্ষিত ও সুসজ্জিত সেনাবাহিনীর গতিরোধ করতে অসমর্থ হয়।
স্পেনীয় গৃহযুদ্ধের গতি প্রকৃতি :
জেনারেল ফ্রাঙ্কো ফ্যানারি দ্বীপ থেকে মরক্কোতে এসে বিদ্রাহীদের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি একটি প্রতিদ্বন্দ্বী সরকারও ঘােষণা করেন। ফ্রাঙ্কো সেনাদলসহ মরক্কো থেকে দক্ষিণ স্পেনে চলে আসেন। স্পেনের রাজতন্ত্রী, ফ্যাসিবাদী অভিজাত প্রভৃতি সকল শ্রেণীর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ফ্রাঙ্কোর পক্ষ নেয়। ফ্রাঙ্কোর পক্ষে পেশাদারি সৈন্যরাও ছিল। তিনি রাজধানী মাদ্রিদের পক্ষে সেনাদল পরিচালনা করেন। অপরদিকে প্রজাতান্ত্রিক সরকার অনুগত সেনাদল এবং কৃষক ও শ্রমিক সমর্থকদের নিয়ে একটি সেনাবাহিনী গঠন করেন। এ বাহিনীর সাহায্যে মাদ্রিদ ও ক্যাটালােনিয়া রক্ষা পায়। কিন্তু সরকারি বাহিনী জেনারেল ফ্রাঙ্কোর সুশিক্ষিত ও সুসজ্জিত সেনাবাহিনীর গতিরােধ করতে অসমর্থ হয়। স্পেন সরকারের রাজধানী ভেলেনশিয়াম স্থানান্তর করা হয়। জার্মানি ও ইতালি বার্গোতে জেনারেল ফ্রাঙ্কো কর্তৃক স্থাপিত সামরিক সরকার স্বীকার করে নেয়। যদিও বিদ্রোহী বাহিনী মাদ্রিদ দখল করতে অসমর্থ হয়, তথাপি জার্মানি ও ইতালির নিকট হতে প্রাপ্ত সেনাবাহিনী ও যুদ্ধাস্ত্রের সাহায্যে তারা বিলবাও নগরটি দখল করে। ১৯৩৬ সালের অক্টোবর মাসের মধ্যে জাতীয়তাবদীগণ উত্তর- পশ্চিম স্পেনে অভিযান সম্পন্ন করে। ফলে পূর্ব স্পেনে স্পেনীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহী ফ্রাঙ্কো বাহিনী সকল শক্তি নিয়োগ করে। এভাবে স্পেনে গৃহযুদ্ধ চলতে থাকে।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, প্রজাতান্ত্রিক সরকার রাশিয়ার সমর্থন পেয়ে কৃষক ও শ্রমিকদের সমন্বয়ে এবং বিচ্ছিন সৈন্যদের নিয়ে একটি শক্তিশালী বাহিনী গঠন করে রাজধানী মাদ্রিদ রক্ষা করেন। কিন্তু জার্মানি ও ইতালির সমর্থন নিয়ে জেনারেল ফ্রাঙ্কো বিলবাও নগরটি দখল করে নেয়। এভাবে স্পেনে গৃহযুদ্ধ চলতে থাকে।