চিরস্থায়ী বন্দোবস্তের অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল

চিরস্থায়ী বন্দোবস্তের অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল আলোচনা কর।

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বণিক সংঘ। বণিকসুলভ মনোভাব ও দৃষ্টিভঙ্গি থেকে কোম্পানি কার্যকলাপ পরিচালনা করে। বাংলায় কোম্পানির আয়ের একটি বড় উৎস ছিল ভূমি রাজস্ব। তাই ভূমি রাজস্ব সংগ্রহ সুনিশ্চিত করতে কোম্পানি ১৯৭৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করে।


চিরস্থায়ী বন্দোবস্তের অর্থনৈতিক উদ্দেশ্য

১. ভূমি ব্যবস্থায় স্থায়িত্ব আনয়ন

চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বে ভূমি ব্যবস্থায় কোনাে স্থায়িত্ব ছিল না। দেওয়ানি লাভের পর থেকে যে ভূমি রাজস্ব নীতি গৃহীত হয়েছিল তাতে জমিদাররা শুধু রাজস্ব আদায়ের চিন্তায় থাকত। ভূমি উন্নয়নের চেষ্টা তারা করতাে না। অন্যদিকে কৃষক রায়তরা জমিদারদের উৎপীড়নে কৃষিকাজ পরিত্যাগ করতেও দ্বিধা করতো না। এর ফলে ভূমি ব্যবস্থায় কোনােরূপ স্থায়িত্ব প্রতিষ্ঠিত হয় নি। তাই ভূমি ব্যবস্থায় স্থায়িত্ব আসলে জমিদারররা ভূমি পুজি বিনিয়ােগ করে জমির উন্নয়ন সাধনে সচেষ্ট হবে এ ধারণা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পশ্চাতে কাজ করেছিল।


২. কৃষির অগ্রগতি সাধন

জমিদাররা জমির স্থায়ী মালিক হলে তারা জমির উন্নয়ন ও প্রজাদের মঙ্গলের জন্য চেষ্টা করবে। আর কৃষক প্রজাদের মঙ্গল হলে জমিদারদের সাথে তারাও যৌথভাবে জমির উন্নয়নে উদ্যোগী হবে। এর ফলে কৃষির অগ্রগতি সাধিত হবে।


৩. রাজস্ব আদায় সুনিশ্চিত

পূর্বেকার রাজস্ব ব্যবস্থায় জমিদাররা নির্দিষ্ট সময়ে সরকারকে রাজস্ব প্রদান করতে ব্যর্থ হতাে এবং অনেক ক্ষেত্রে রাজস্ব বকেয়া থাকত। তাই রাজস্ব আদায় সুনিশ্চিত করার জন্য সুনির্দিষ্টভাবে রাজস্ব বন্দোবস্তের ব্যবস্থা করা হয়।


৪. প্রশাসনিক ব্যয় হ্রাস

ভূমি প্রশাসন ব্যবস্থায় ব্যয় হ্রাস করার অভিসন্ধি ইংরেজদের ছিল। অল্পসংখ্যক ইউরোপীয় অফিসার নিয়ে অল্প খরচে একটি দক্ষ ভূমি প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম উদ্দেশ্য।


৫. অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ়করণ

নির্দিষ্ট হারে ও নির্দিষ্ট সময়ে রাজস্ব আদায়ের মাধ্যমে কোম্পানির অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করার মানসে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল।


পরিশেষে বলা যায় যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব বৃদ্ধি, রাজস্ব সংগ্রহ নিশ্চিতকরণ, প্রভৃতি এবং আর্থিক প্রয়ােজনের তাগিদে ভূমি রাজস্ব ব্যবস্থাকে একটি নিশ্চিত ভিত্তির উপর দাঁড় করানোই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের অর্থনৈতিক উদ্দেশ্য ।

Next Post Previous Post