বিসিএস প্রস্তুতি বাংলা সাধারণ জ্ঞান মডেল টেস্ট প্রশ্ন

বিসিএস প্রস্তুতি বাংলা সাধারণ জ্ঞান মডেল টেস্ট প্রশ্ন ২০২২

বিসিএস অনলাইন মডল টেস্ট বাংলা,ফ্রি পরীক্ষার মডেল প্রশ্ন বাংলা,মডেল টেস্ট প্রশ্ন বাংলা,বিসিএস মডেল টেস্ট বাংলা,মডেল টেস্ট পরীক্ষা বাংলা ২০২২,সাধারণ জ্ঞান মডেল টেস্ট বাংলা,চাকরির প্রস্তুতি মডেল টেস্ট বাংলা,মডেল টেস্ট বাংলা,মডেল টেস্ট বাংলা,বিসিএস মডেল টেস্ট বাংলা,প্রাইমারি পরীক্ষা মডেল টেস্ট বাংলা।

১. বাংলা সাহিত্যের আদি কবি কে ?

(ক) কাহ্নপা

(খ) ঢেগুনপা

(গ) লুইপা

(ঘ) ভুসুকুপা


২. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় ?


(ক) চলিত রীতি

(খ) সাধুরীতি

(গ) মিশ্র রীতি

(ঘ) আঞ্চলিক রীতি


৩. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?


(ক) অক্ষয় দত্ত

(খ) মার্শম্যান

(গ) ব্রাসি হ্যালহেড

(ঘ) রাজা রামমোহন রায়


৪. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি ?


(ক) সাত সাগরের মাঝি

(খ) পাখির বাসা

(গ) হাতেম তাই

(ঘ) নৌফেল ও হাতেম


৫. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে ?


(ক) আলাউল

(খ) সৈয়দ সুলতান

(গ) মোহাম্মদ খান

(ঘ) শাহ মুহাম্মদ সগীর


৬. চাচা কাহিনীর লেখক কে ?


(ক) সৈয়দ শামসুল হক

(খ) শওকত ওসমান

(গ) সৈয়দ মোজতবা আলী

(ঘ) ফররুখ আহমদ


৭. মুসলমান নারী জাগরণের কবি ?


(ক) ফজিলাতুন্নেছা

(খ) ফয়জুন্নেসা

(গ) বেগম রোকেয়া

(ঘ) শামসুন্নাহার


৮. শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতা কে ?


(ক) জ্ঞানদাস

(খ) দীন চন্ডীদাস

(গ) বড়ু চন্ডীদাস

(ঘ) দীনহীন চন্দ্র দাস


৯. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?


(ক) প্রভু যীশুর বাণী

(খ) কৃপার শাস্ত্রের অর্থভেদ

(গ) ফুলমণি ও করুণার বিবরণ

(ঘ) মিশনারি জীবন


১০. কবি আলাওলের জন্মস্থান কোনটি ?


(ক) ফরিদপুরের সুরেশ্বর

(খ) চট্টগ্রামের জোবরা

(গ) বার্মার আরাকান

(ঘ) চট্টগ্রামের পটিয়া


১১. অনল প্রবাহ রচনা করেন 


(ক) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

(খ) মোজাম্মেল হক

(গ) ইয়াকুব আলী চৌধুরী

(ঘ) মনিরুজ্জামান ইসলামাবাদী


১২. অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি ?


(ক) ধুমকেতু

(খ) বিদ্রোহী

(গ) প্রলয় উল্লাস

(ঘ) অগ্রপথিক


১৩. বাংলা সাহিত্যে কত রীতির প্রচলন কোন পত্রিকার অবদান বেশি ?


(ক) কল্লোল

(খ) সবুজপত্র

(গ) বঙ্গদর্শন

(ঘ) কালি কলম


১৪. জৈনিক শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো


(ক) জন+ইক

(খ) জন+এক

(গ) জনৈ+এক

(ঘ) জন+ঈক


১৫. বাক্যের তিনটি গুণ কি কি ?


(ক)আকাঙ্ক্ষা, আসত্তি ও বিধেয়

(খ) আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা

(গ) যোগ্যতা, উদ্দেশ্য ও বিধেয়

(ঘ) কোনোটিই নয়


১৬. একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা ?


(ক) মুক্তিযুদ্ধের বিবরণ

(খ) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

(গ) মুক্তিযুদ্ধের পত্র সংকলন

(ঘ) ভিন্নধর্মী ডায়েরি


১৭. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় ?


(ক) ১৯৫৫ সালে

(খ) ১৩৫৫ সালে

(গ) ১৯৫২ সালে

(ঘ) ১৩৫২ সালে


১৮. সনেট কবিতার প্রবর্তক কে ?


(ক) দ্বিজেন্দ্রলাল রায়

(খ) রজনীকান্ত সেন

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) অতুলপ্রসাদ সেন


১৯. সমাস ভাষাকে কি করে ?


(ক) সংক্ষেপ করে

(খ) বিস্তৃত করে

(গ) অর্থপূর্ণ করে

(ঘ) অর্থের রূপান্তর ঘটে


২০. আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে ?


(ক) মোহাম্মদ নজিবর রহমান

(খ) কাজি আমদাদুল হক

(গ) শেখ ফজলুল করিম

(ঘ) মমতাজউদ্দীন আহমেদ


২১. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায় থেকে ?


(ক) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে

(খ) আরাকান রাজ গ্রন্থাগার থেকে

(গ) নেপালের রাজ গ্রন্থশালা থেকে

(ঘ) সুদূর চীন দেশ থেকে


২২. মঙ্গল যুগের সর্বশেষ কোভিদ নাম কি ?


(ক) বিজয় গুপ্ত

(খ) ভারতচন্দ্র রায়গুণাকর

(গ) মুকুন্দরাম চক্রবর্তী

(ঘ) কানা হরিদত্ত


২৩. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?


(ক) নবদ্বীপের

(খ) মিথিলার

(গ) বৃন্দাবনের

(ঘ) বর্ধমানের


২৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র ?


(ক) শ্রীরাধার ননদিনী

(খ) শ্রীরাধার শাশুড়ি

(গ) রাধা কৃষ্ণের প্রেমের দূতী

(ঘ) জৈনিক গোপবালা


২৫. লোকসাহিত্য কাকে বলে ?


(ক) গ্রামীন নর-নারীর প্রণয় সম্বলিত উপাখ্যানকে

(খ) লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনা কে

(গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে

(ঘ) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের শ্রেষ্ঠ রচনা কে


২৬. বাংলা সাহিত্যে কখন  সূচনা হয় ?


(ক) নবম শতকে

(খ) ত্রয়োদশ শতকে

(গ) ষোড়শ শতকে

(ঘ) উনিশ শতকে


২৭. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি ?


(ক) দিগদর্শন

(খ) সংবাদ প্রভাকর

(গ) তত্ত্ববোধিনী

(ঘ) বঙ্গদর্শন


২৮. ইয়ং বেঙ্গল কি ?


(ক) বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজি

(খ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক

(গ) একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম

(ঘ) একটি সাময়িক পত্রের নাম


২৯. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?


(ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

(খ) বিয়ে পাগলা বুড়ো 

(গ) কিঞ্চিৎ জলযোগ

(ঘ) কল্কি অবতার


৩০. মীর মোশারফ হোসেনের নাটক কোনটি ?


(ক) নটীর পূজা

(খ) বেহুলা গীতাভিনয়

(গ) নবীন তপস্বিনী

(ঘ) কৃষ্ণকুমারী


৩১. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?


(ক) ১৮১৭ সালে

(খ) ১৮৩২ সালে

(গ) ১৮৫২ সালে

(ঘ) ১৭৫৩ সালে


৩২. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?


(ক) একরাত্রি

(খ) নষ্টনীড়

(গ) ক্ষুধিত পাষাণ

(ঘ) মধ্যবর্তিনী


৩৩. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি ?


(ক) মোতাহের হোসেন

(খ) ইসমাইল হোসেন সিরাজী

(গ) মীর মশাররফ হোসেন

(ঘ) ফররুখ আহমদ


৩৪. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?


(ক) মাহেনও

(খ) সওগাত

(গ) ধুমকেতু

(ঘ) কালি কলম


৩৫. জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি ?


(ক) ধূসর পান্ডুলিপি

(খ) কবিতার কথা

(গ) ঝরা পালক

(ঘ) দুর্দিনের যাত্রী


৩৬. সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে ?


(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ফররুখ আহমদ

(গ) আব্দুল কাদের

(ঘ) বন্দে আলী মিয়া


৩৭. বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ?


(ক) অগ্নিসাক্ষী

(খ) চিলেকোঠার সেপাই

(গ) আরেক ফাল্গুন

(ঘ) অনেক সূর্যের আশা


৩৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?


(ক) শঙ্খনীল কারাগার

(খ) কাঁটাতারে প্রজাপতি

(গ) জাহান্নাম হতে বিদায়

(ঘ) আর্তনাদ


৩৯. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?


(ক) বনি আদম

(খ) জননী

(গ) চৌরসন্ধি

(ঘ) ক্রীতদাসের হাসি


৪০. উপরোধ শব্দের অর্থ কি ?


(ক) প্রতিরোধ

(খ) উপস্থাপন

(গ) অনুরোধ

(ঘ) উপযোগী


৪১. কোনটি উপন্যাস ?


(ক) নতুন চাঁদ

(খ) কন্যাকুমারী

(গ) গড্ডলিকা

(ঘ) নেমেসিস


৪২. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে ?


(ক) আলাউল

(খ) কোরেশী মাগন ঠাকুর

(গ) দৌলত কাজী

(ঘ) সৈয়দ সুলতান


৪৩. সাপ্তাহিক সুধাকার এর সম্পাদক কে ?


(ক) মুন্সি মোঃ রিয়াজ উদ্দিন আহাম্মদ

(খ) মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ

(গ) শেখ আব্দুর রহিম

(ঘ) ইসমাইল হোসেন সিরাজী


৪৪. মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয় ?


(ক) ১৯২৬

(খ) ১৯২৭

(গ) ১৯২৮

(ঘ) ১৯২৯


৪৫. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ? 


(ক) কালি কলম

(খ) প্রগতি

(গ) কল্লোল

(ঘ) সবুজপত্র


৪৬. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?


(ক) অরণি

(খ) পরিচয়

(গ) নবশক্তি

(ঘ) ক্রান্তি


৪৭. গ্রিক শব্দ কোনটি ?


(ক) তুফান

(খ) লুঙ্গি

(গ) কুপন

(ঘ) দাম


৪৮. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে ?


(ক) ১৯ টি

(খ) ২০ টি

(গ) ২১ টি

(ঘ) ২২ টি


৪৯. শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ ?


(ক) একরাত্রি

(খ) শোভা

(গ) সমাপ্তি

(ঘ) পোস্টমাস্টার


৫০. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?


(ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

(খ) বঙ্গভাষা ও সাহিত্য

(গ) বাংলা সাহিত্যের ইতিহাস

(ঘ) বাংলা সাহিত্যের রূপরেখা


৫১. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন ?


(ক) ১৯১৬

(খ) ১৯২৩

(গ) ১৯৩৩

(ঘ) ১৯০৩


৫২. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি ?


(ক) মাগধীয় ব্যাকরণ

(খ) গৌড়ীয় ব্যাকরণ

(গ) মাতৃভাষা ব্যাকরণ

(ঘ) ভাষা ও ব্যাকরণ


৫৩. মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কি ?


(ক) মাছ+ও

(খ) মেজ+ও

(গ) মাছি+উয়া>ও

(ঘ) মাছ+উয়া>ও


৫৪. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ ?


(ক) বাক+দান=বাগদান

(খ) উৎ+ছেদ=উচ্ছেদ

(গ) পর+পর=পরস্পর

(ঘ) সম+সার=সংসার


৫৫. বাংলা মৌলিক নাটকের যাত্রা হয় কোন নাট্যকারের হাতে ?


(ক) মধুসূদন দত্ত

(খ) দীনবন্ধু মিত্র

(গ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রামনারায়ন তর্করত্ন


৫৬. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ?


(ক) উপমিত

(খ) উপমান

(গ) উপমেয়

(ঘ) রূপক


৫৭. পাখি সব করে রব রাতি পোহাইল পঙক্তিটি রচয়িতা কে ?


(ক) রামনারায়ণ তর্করত্ন

(খ) বিহারীলাল চক্রবর্তী

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) মদনমোহন তর্কালঙ্কার


৫৮. আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা কে ?


(ক) সিকান্দার আবু জাফর

(খ) আবু জাফর ওবায়দুল্লাহ

(গ) ফররুখ আহমদ

(ঘ) আহসান হাবীব


৫৯. জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না


(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) সৈয়দ মোজতবা আলী

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) প্রমথনাথ বিশী


৬০. এ মাটির সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে ?


(ক) বিশেষণের অতিশায়ন

(খ) রূপবাচক বিশেষণ

(গ) উপাদানবাচক বিশেষণ

(ঘ) বিধেয় বিশেষণ


৬১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে ?

 

(ক) ১৮০০ সালে

(খ) ১৮০১ সালে

(গ) ১৮০২ সালে

(ঘ) ১৮০৪ সালে


৬২. উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা ?


(ক) নাটক

(খ) কাব্য

(গ) আত্মজৈবনিক উপন্যাস

(ঘ) গীতি কবিতার সংকলন


৬৩. পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা কে ?


(ক) মদনমোহন তর্কালঙ্কার

(খ) নারায়ণ তর্করত্ন

(গ) বিহারীলাল চক্রবর্তী

(ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার


৬৪. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ?


(ক) আরাকান রাজসভা

(খ) কৃষ্ণনগর রাজসভা

(গ) রাজা গণেশের রাজসভা

(ঘ) লক্ষণ সেনের রাজসভা


৬৫. যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এখানে হারায় কোন ধাতু ?


(ক) প্রযোজক ধাতু

(খ) ভাববাচ্যের ধাতু

(গ) সংযোগমূলক ধাতু

(ঘ) নাম ধাতু


৬৬. মহুয়া পালার রচয়িতা কে ?


(ক) দ্বিজ কানাই

(খ) মনসুর বয়াতি

(গ) নয়নচাঁদ ঘোষ

(ঘ) দ্বিজ ঈশান


৬৭. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রন করেন ?


(ক) স্যার উইলিয়াম জোন্স

(খ) স্যার উইলিয়াম কেরি

(গ) রাজীব লোচন মুখোপাধ্যায়

(ঘ) ব্রাসি হ্যালহেড


৬৮. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ?


(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(খ) কুমার দত্ত 

(গ) প্যারীচাঁদ মিত্র 

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


৬৯. কোন গ্রন্থটি মহাকাব্য ?


(ক) অবকাশ রঞ্জিনী 

(খ) বৃত্রসংহার 

(গ) বিরহ বিলাপ 

(ঘ) বীরাঙ্গনা কাব্য


৭০. বত্রিশ সিংহাসন কার রচনা ?


(ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 

(খ) রামরাম বসু 

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

(ঘ) রাজীব লোচন মুখোপাধ্যায়


৭১. ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ?


(ক) হুতুম প্যাঁচার নকশা 

(খ) আলালের ঘরের দুলাল 

(গ) সধবার একাদশী 

(ঘ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ


৭২. তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন ?

 

(ক) মুন্সি আব্দুর রউফ 

(খ) কাজী আকরাম হোসেন 

(গ) গিরিশ চন্দ্র সেন 

(ঘ) শেখ আব্দুল জব্বার 


৭৩. কোন নাটকটি সেলিম আল দীনের ?


(ক) মুনতাসির ফ্যান্টাসি 

(খ) পায়ের আওয়াজ পাওয়া যায় 

(গ) কবর 

(ঘ) বহুব্রীহি 


৭৪. দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত ?


(ক) সাম্যবাদী 

(খ) বিষের বাঁশি 

(গ) সিন্ধু হিন্দোল 

(ঘ) নতুন চাঁদ 


৭৫. কোন শব্দটি ফার্সি ?


(ক) মুসাফির 

(খ) তকদির 

(গ) পেরেশান 

(ঘ) মজলুম 


৭৬. উপসর্গ কোনটি ?


(ক) অতি 

(খ) থেকে 

(গ) চেয়ে 

(ঘ) দ্বারা 


৭৭. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে ?


(ক) আইন 

(খ) দাখিল 

(গ) এজেন্ট 

(গ) মুচলেকা 


৭৮. নেমেসিস কোন জাতীয় রচনা ?


(ক) কাব্য 

(খ) নাটক 

(গ) উপন্যাস 

(ঘ) গীতিকবিতা 


৭৯. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি…. রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ?


(ক) পূরবী 

(খ) শেষ লেখা 

(গ) আকাশ প্রদীপ 

(ঘ) সেঁজুতি 


৮০. জয়গুন কোন উপন্যাসের চরিত্র ?


(ক) জননী 

(খ) সূর্য দীঘল বাড়ি 

(গ) সারেং বৌ 

(ঘ) হাজার বছর ধরে 


৮১. নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত ?


(ক) সমাস 

(খ) সন্ধি 

(গ) প্রত্যয় 

(ঘ) উপসর্গ 


৮২. কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায় ?


(ক) পাকা বাড়ি 

(খ) পাকা রং 

(গ) পাকা কাজ 

(ঘ) পাকা আম


৮৩. টা, টি, খানা ইত্যাদি ?


(ক) পদাশ্রিত নির্দেশক 

(খ) প্রকৃতি 

(গ) বিভক্তি 

(ঘ) উপসর্গ 


৮৪. প্র, পরা, অপ ?


(ক) বাংলা উপসর্গ 

(খ) সংস্কৃত উপসর্গ 

(গ) বিদেশি উপসর্গ 

(ঘ) উপসর্গ স্থানীয় অব্যয় 


৮৫. ভানুসিংহ ঠাকুরের পদাবলীর রচয়িতা কে ?


(ক) ভানু বন্দোপাধ্যায় 

(খ) চন্ডীদাস 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) ভারতচন্দ্র 


৮৬. লাঠালাঠি এটি কোন সমাস ?


(ক) প্রাদি সমাস 

(খ) ব্যতিহার বহুব্রীহি সমাস 

(গ) তৎপুরুষ সমাস 

(ঘ) কর্মধারয় সমাস 


৮৭. যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম... এটি কোন জাতীয় বাক্য ?


(ক) সরল বাক্য 

(খ) যৌগিক বাক্য 

(গ) মৌলিক বাক্য 

(ঘ) মিশ্র বাক্য


৮৮. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?


(ক) মৃত্যুক্ষুধা 

(খ) আলেয়া 

(গ) ঝিলিমিলি 

(ঘ) মধুমালা 


৮৯. বনফুল কার ছদ্মনাম ?


(ক) প্রমথ চৌধুরী 

(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় 

(গ) যতীন্দ্রমোহন বাগচী 

(ঘ) মোহিতলাল মজুমদার 


৯০. শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে ?


(ক) তুলসী লাহিড়ী 

(খ) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ 

(গ) দ্বিজেন্দ্রলাল রায় 

(গ) বলাইচাঁদ মুখোপাধ্যায় 


৯১. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন ?


(ক) বিদ্রোহী 

(খ) প্রলয় উল্লাস 

(গ) আনন্দময়ীর আগমনে 

(ঘ) নারী 


৯২. বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ?

(ক) ১৯৫৪ সালে

(খ) ১৯৫৫ সালে

(গ) ১৯৫৬ সালে

(ঘ) ১৯৫৭ সালে


৯৩. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা ?


(ক) কমলে কামিনী 

(খ) চক্ষুদান 

(গ) বিধবা বিবাহ 

(ঘ) ভদ্রার্জুন


৯৪. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন ?


(ক) সুকুমার সেন 

(খ) দীনেশচন্দ্র সেন 

(গ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ 

(ঘ) অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 


৯৫. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?


(ক) প্যারীচাঁদ মিত্র 

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর 

(ঘ) প্রমথ চৌধুরী 


৯৬. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় ?


(ক) বিদ্রোহী 

(খ) আনন্দময়ীর আগমনে 

(গ) প্রলয় উল্লাস 

(ঘ) রক্তাম্বরধারিণী মা 


৯৭. মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?

(ক) সমাপ্তি 

(খ) দেনা পাওনা 

(গ) পোস্টমাস্টার 

(ঘ) মধ্যবর্তিনী 


৯৮. উত্তম পুরুষ উপন্যাস এর রচয়িতা কে?


(ক) শওকত ওসমান 

(খ) জহির রায়হান 

(গ) শহীদুল্লাহ কায়সার 

(ঘ) রশীদ করিম 


৯৯. কাশবনের কন্যা কোন জাতীয় রচনা ?


(ক) নাটক 

(খ) উপন্যাস 

(গ) কাব্য 

(ঘ) ছোটগল্প 


১০০. কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা ?


(ক) ভাষার ইতিবৃত্ত 

(খ) আধুনিক ভাষাতত্ত্ব 

(গ) মনীষা মঞ্জুষা 

(ঘ) আঞ্চলিক ভাষার অভিধান 




Next Post Previous Post