বিসিএস প্রস্তুতি বাংলা সাধারণ জ্ঞান মডেল টেস্ট প্রশ্ন

বিসিএস প্রস্তুতি বাংলা সাধারণ জ্ঞান মডেল টেস্ট প্রশ্ন ২০২২

বিসিএস অনলাইন মডল টেস্ট বাংলা,ফ্রি পরীক্ষার মডেল প্রশ্ন বাংলা,মডেল টেস্ট প্রশ্ন বাংলা,বিসিএস মডেল টেস্ট বাংলা,মডেল টেস্ট পরীক্ষা বাংলা ২০২২,সাধারণ জ্ঞান মডেল টেস্ট বাংলা,চাকরির প্রস্তুতি মডেল টেস্ট বাংলা,মডেল টেস্ট বাংলা,মডেল টেস্ট বাংলা,বিসিএস মডেল টেস্ট বাংলা,প্রাইমারি পরীক্ষা মডেল টেস্ট বাংলা।



১. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় ?

(ক) ১৮০০

(খ) ১৮৫৭

(গ) ১৯০৭

(ঘ) ১৯০৯ 


২. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে…… বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ?


(ক) ৪৫০-৬৫০

(খ) ৬৫০-৮৫০

(গ) ৬৫০-১২০০

(ঘ) ৬৫০-১২৫০


৩. মধ্যযুগের কবি নন কে ?


(ক) জয়নন্দী

(খ) বড়ু চন্ডীদাস

(গ) গোবিন্দ দাস

(ঘ) জ্ঞানদাস


৪. বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে


(ক) ১১৯৯-১২৫০ পর্যন্ত

(খ) ১২০১-১৩৫০ পর্যন্ত

(গ) ১২৫০-১৩৫০ পর্যন্ত

(ঘ) ১২৫০-১৪৫০ পর্যন্ত


৫. ফোট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন ?


(ক) উইলিয়াম কেরি

(খ) লর্ড ওয়েলেসলি

(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

(ঘ) রামরাম বসু


৬. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয় ?


(ক) মাইকেল মধুসূদন দত্ত 

(খ) রাজা রামমোহন রায়

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


৭. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি ?


(ক) তিলোত্তমা কাব্য 

(খ) মেঘনাদবধ কাব্য

(গ) বেতাল পঞ্চবিংশতি

(ঘ) বীরাঙ্গণা


৮. কুলীনকুল সর্বস্ব নাটকটি কার লেখা ?


(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) দীনবন্ধু মিত্র

(গ) রামনারায়ন তর্করত্ন

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


৯. নীলদর্পণ নাটকের বিষয়বস্তু কি ?


(ক) নীলকরদের অত্যাচার

(খ) ভাষা আন্দোলন

(গ) অসহযোগ আন্দোলন

(ঘ) তেভাগা আন্দোলন


১০. ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা ?


(ক) আলাউল

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) কাজী মোতাহার হোসেন

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


১১. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি ?


(ক) পঞ্চতন্ত্র

(খ) কালান্তর 

(গ) প্রবন্ধ সংগ্রহ

(ঘ) শাশ্বত বঙ্গ


১২. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


(ক) অক্ষয় কুমার দত্ত

(খ) প্যারীচাঁদ মিত্র

(গ) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) সৈয়দ মুজতবা আলী


১৩. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি ?


(ক) কবর

(খ) পায়ের আওয়াজ পাওয়া যায়

(গ) জন্ডিস ও বিবিধ বেলুন

(ঘ) ওরা কদম আলী


১৪. ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম ?


(ক) দীনবন্ধু মিত্র

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) জীবনানন্দ দাশ


১৫. কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত ?


(ক) চৈতালি

(খ) রাখালী

(গ) ফনিমনসা

(ঘ) আলো পৃথিবী


১৬. তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা ?


(ক) শওকত ওসমান

(খ) সিকান্দার আবু জাফর

(গ) সুফিয়া কামাল

(ঘ) শামসুর রাহমান


১৭. দেওয়াল রচনাটি কার ?


(ক)হুমায়ূন আহমেদ

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(গ) বুদ্ধদেব বসু

(ঘ) সেলিনা হোসেন


১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?


(ক) ক্রীতদাসের হাসি

(খ) মাটি আর অশ্রু

(গ) হাঙ্গর নদী গ্রেনেড

(ঘ) সারেং বউ


১৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের প্রথম সুরকার কে ?


(ক) আবদুল গাফ্ফার চৌধুরী

(খ) আসাদ চৌধুরী

(গ) আলতাফ মাহমুদ

(ঘ) আব্দুল লতিফ


২০. ১৯৮৫ সালে নাসিরুদ্দীন স্বর্ণপদক কে পান ?


(ক) সৈয়দ আলী আহসান

(খ) সৈয়দ ওয়ালীউল্লাহ

(গ) সৈয়দ শামসুল হক

(ঘ) সিকান্দার আবু জাফর


২১. চর্যাপদ কোন ছন্দে লেখা ?


(ক) অক্ষরবৃত্ত

(খ) মাত্রাবৃত্ত

(গ) স্বরবৃত্ত

(ঘ) অমিত্রাক্ষর ছন্দ


২২. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন ?


(ক) আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে

(খ) ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে

(গ) সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে

(ঘ) উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে


২৩. কবিগানের প্রথম কবি কে ?


(ক) গোঁজলা গুঁই 

(খ) হরু ঠাকুর

(গ) ভবানী ঘোষ

(ঘ) নিতাই বৈরাগী


২৪. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ কার লেখা ?


(ক)কৃষ্ণচন্দ্র মজুমদার

(খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

(গ) কামিনী রায়

(ঘ) যতীন্দ্রমোহন বাগচী


২৫. কোন চরনটি সঠিক ?


(ক) ধন ধান্যে পুষ্পে ভরা

(খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা

(গ) ধণ্যে ধান্যে পুষ্পে ভরা

(ঘ) ধন্যে ধান্য পুষ্পে ভরা


২৬. কোন বানানটি শুদ্ধ নয় ?


(ক) দরিদ্রতা

(খ) উপযোগিতা

(গ) শ্রদ্ধাঞ্জলি

(ঘ) উর্দ্ধ


২৭. গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?


(ক) সংসারী

(খ) সঞ্চয়ী

(গ) সংস্থিতি

(ঘ) সন্ন্যাসী


২৮. Excise duty এর পরিভাষা কোনটি ?


(ক)অতিরিক্ত কর

(খ) আবগারি শুল্ক

(গ) অর্পিত দায়িত্ব

(ঘ) অতিরিক্ত কর্তব্য


২৯. কোন বাক্যটি শুদ্ধ ?


(ক) তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়

(খ) দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা

(গ) সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিলো

(ঘ) সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত


৩০. তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো এটি কোন বাক্য ?


(ক) সরল

(খ) মিশ্র বা জটিল

(গ) যৌগিক

(ঘ) সংযুক্ত


৩১. কোনটি অগ্নি এর সমার্থক শব্দ নয় ?


(ক) পাবক

(খ) বৈশ্বানর

(গ) সর্বশুচি

(ঘ) প্রজ্জলিত


৩২. কোনটি সঠিক বানান ?


(ক)নিশিথিনী

(খ) নীশিথিনী

(গ) নিশীথিনী

(ঘ)  নিশিথিনি


৩৩. কোনটি কোলন ?


(ক) ;

(খ) :

(গ) =

(ঘ) " "


৩৪. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয় ?


(ক) ১৯২৩ সালে

(খ) ১৯২৪ সালে

(গ) ১৯২৫ সালে

(ঘ) ১৯২৭ সালে


৩৫. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত ?


(ক) হরতাল

(খ) পালাবদল

(গ) উত্তীর্ণ পঞ্চাশে

(ঘ) অন্বিষ্ট স্বদেশ


৩৬. ঢাকের কাঠি বাগধারার অর্থ কি ?


(ক) কপট ব্যক্তি

(খ) ঘনিষ্ঠ সম্পর্ক

(গ) হতভাগ্য

(ঘ) মোসাহেব


৩৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি ?


(ক) কুন্দনন্দিনী

(খ) শ্যামাসুন্দরী

(গ) বিমলা

(ঘ) রোহিণী


৩৮. কোন বানানটি শুদ্ধ ?


(ক) পিপিলিকা

(খ) পিপীলিকা

(গ) পীপিলিকা

(ঘ) পিপিলীকা


৩৯. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদন করেছেন ?


(ক) এজরা পাউন্ড

(খ) টি এস এলিয়ট

(গ) ডব্লিউ বি ইয়েটস

(ঘ) কীটস


৪০. The origin and development of Bengali language গ্রন্থটি রচনা করেছেন ?


(ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

(খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(গ) হরপ্রসাদ শাস্ত্রী

(ঘ) স্যার জর্জ গ্রিয়ারসন


৪১. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি ?


(ক) কলা পিক

(খ) নীরধি

(গ) বিটপী

(ঘ) অবনি


৪২. Subconscious শব্দটির বাংলা 

পারিভাষিক শব্দ হলো ?


(ক) অর্ধচেতন

(খ) অবচেতন

(গ) চেতনাহীন

(ঘ) চেতনাপ্রবাহ


৪৩. কোনটি ইংরেজি শব্দ ?


(ক) ম্যাজেন্টা

(খ) পিস্তল

(গ) আলমারি

(ঘ) কমা


৪৪. শূন্যপুরাণ রচনা করেছেন ?


(ক) রামাই পন্ডিত

(খ) শ্রীকর নন্দী

(গ) বিজয় গুপ্ত

(ঘ) লোচন দাস


৪৫. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে ?


(ক) পরাকাষ্ঠা

(খ) অভিব্যক্তি

(গ) পরিশ্রান্ত

(ঘ) অনাবৃষ্টি


৪৬. পালামৌ কাহিনীটি কার রচনা ?


(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) সুনীল গঙ্গোপাধ্যায়

(গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়


৪৭. আলোছায়া শব্দটি কোন সমাসের অন্তর্গত ?


(ক) দ্বন্দ্ব সমাস

(খ) অব্যয়ীভাব সমাস

(গ) তৎপুরুষ সমাস

(ঘ) কর্মধারয় সমাস


৪৮. কোনটি সাধিত শব্দ নয় ?


(ক) পাংসা

(খ) ফুলেল

(গ) গোলাপ

(ঘ) হাতল


৪৯. দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস ?


(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(খ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়

(গ) ঈশান চন্দ্র বন্দোপাধ্যায়

(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়


৫০. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?


(ক) পদ্মরাগ

(খ) পদ্মগোখরা

(গ) পদ্মপুরাণ

(ঘ) পদ্মাবতী


৫১. আনোয়ারা গ্রন্থটি কার রচনা ?


(ক) কাজি আমদাদুল হক

(খ) মীর মোশারফ হোসেন

(গ) মোহাম্মদ নজিবর রহমান

(ঘ) ইসমাইল হোসেন সিরাজী


৫২. বীরবল ছদ্মনামে কে লিখতেন ?


(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) মুনীর চৌধুরী

(গ) সমরেশ বসু

(ঘ) প্রমথ চৌধুরী


৫৩. কোনটি শুদ্ধ বানান ?


(ক) আকাংকা

(খ) আকাঙ্ক্ষা

(গ) আকাঙ্খা

(ঘ) আকাংক্ষা


৫৪. কোনটি বাতাস শব্দের সমার্থক নয় ?


(ক) পাবক

(খ) মারুত

(গ) পবন

(ঘ) অনিল


৫৫. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?


(ক) বর্ণ

(খ) শব্দ

(গ) অক্ষর

(ঘ) ধ্বনি


৫৬. মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে 

দেয়নি এটি একটি


(ক) জটিল বাক্য

(খ) যৌগিক বাক্য

(গ) সরল বাক্য

(ঘ) মিশ্র বাক্য


৫৭. গাছপাথর বাগধারাটির অর্থ 


(ক) ভূমিকা করা

(খ) হিসাব নিকাশ

(গ) অসম্ভব বস্তু

(ঘ) বাড়াবাড়ি করা


৫৮. তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এ প্রবাদটির রচয়িতা কে ?


(ক) মীর মশাররফ হোসেন

(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


৫৯. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ?


(ক) আরেক ফাল্গুন

(খ) জীবন ঘষে আগুন

(গ) নন্দিত নরকে

(ঘ) পিঙ্গল আকাশ


৬০. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি ?


(ক) এইসব দিনরাত্রি

(খ) নুরুলদীনের সারাজীবন

(গ) একাত্তরের দিনগুলি

(ঘ) সৎ মানুষের খোঁজে


৬১. বাংলা গদ্যের জনক কে ?


(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) উইলিয়াম কেরি

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর


৬২. আনন্দমঠ উপন্যাসের লেখক কে ?


(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) আনন্দ মোহন বাগচী


৬৩. বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত ?


(ক) দোলনচাঁপা

(খ) বিষের বাঁশি

(গ) সাম্যবাদী

(ঘ) অগ্নিবীণা


৬৫. তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি ?


(ক) জসীমউদ্দীন

(খ) ফারুক আহাম্মদ

(গ) আবুল হাসান

(ঘ) শহীদ কাদরী


৬৫. ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ?


(ক) ইন্দিরা দেবী

(খ) কাদম্বরী দেবী

(গ) মৃণালিনী দেবী

(ঘ) মৈত্রেয়ী দেবী


৬৬. মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের রচনা ?


(ক) মহাকাব্য

(খ) সনেট

(গ) পত্রকাব্য

(ঘ) গীতিকাব্য


৬৭. আলাওলের তোফহা কোন ধরনের কাব্য ?


(ক) আত্মজীবনী

(খ) প্রণয় কাব্য

(গ) নীতিকাব্য

(ঘ) জঙ্গ নামা


৬৮. উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?


(ক) ফার্সি

(খ) তুর্কি

(গ) পর্তুগিজ

(ঘ) আরবি


৬৯. সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ ?


(ক) বহুব্রীহি

(খ) কর্মধারয়

(গ)

(ঘ) অব্যয়ীভাব


৭০. অশোক সৈয়দ কার ছদ্মনাম ?


(ক) আবদুল মান্নান সৈয়দ

(খ) সৈয়দ আজিজুল হক

(গ) আবু সয়ীদ আইয়ুব

(ঘ) সৈয়দ শামসুল হক


৭১. সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত ?


(ক) ব্যঞ্জনধ্বনি

(খ) স্বরধ্বনি

(গ) নিপাতনে সিদ্ধ

(ঘ) বিসর্গ সন্ধি


৭২. অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?


(ক) পৃথ্বী

(খ) নীর

(গ) ক্ষিতি

(ঘ) অবনী


৭৩. পরাগলী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের এর নাম কি ?


(ক) সঞ্চয়

(খ) কবীন্দ্র পরমেশ্বর

(গ) শ্রীকর নন্দী

(ঘ) কাশীরাম দাস


৭৪. বটতলার উপন্যাস গ্রন্থের লেখক এর নাম কি ?


(ক) দিলারা হাশেম

(খ) রাজিয়া খান

(গ) রিজিয়া রহমান

(ঘ) সেলিনা হোসেন


৭৫. Quarterly শব্দের অর্থ কি ?


(ক) সাপ্তাহিক

(খ) পাক্ষিক

(গ) ষান্মাসিক

(ঘ) ত্রৈমাসিক


৭৬. শিখণ্ডী শব্দের অর্থ কি ?


(ক) কবুতর

(খ) কোকিল

(গ) খরগোশ

(ঘ) ময়ূর


৭৭. সাহিত্যে অলংকার প্রধানত কত প্রকার ?


(ক) ৬

(খ) ২

(গ) ৪

(ঘ) ৫


৭৮. গাড়ি চলেনা চলেনা চলেনা রে গানের গীতিকার কে ?


(ক) সঞ্জীব চৌধুরী

(খ) বাপ্পা মজুমদার

(গ) শাহ আব্দুল করিম

(ঘ) দাশরথি রায়


৭৯. অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি ?


(ক) ১৯৯৭

(খ) ১৯৯৮

(গ) ১৯৯৯

(ঘ) ২০০০


৮০. পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন


(ক) মুন্সী মেহেরুল্লাহ

(খ) সঞ্জয় ভট্টাচার্য

(গ) কামিনী রায়

(ঘ) মোজাম্মেল হক


৮১. পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন


(ক) মুকুন্দরাম চক্রবর্তী

(খ) সৈয়দ শামসুল হক

(গ) শামসুর রাহমান

(ঘ) সেলিম আল দীন


৮২. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি ?


(ক) সহ+চর+র্য

(খ) সহচর+ৎ ফলা

(গ) সহচর+য

(ঘ) কোনটিই+নয়


৮৩. রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত ?


(ক) স্বরবৃত্ত

(খ) অক্ষরবৃত্ত

(গ) মন্দাক্রান্তা

(ঘ) মাত্রাবৃত্ত


৮৪. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল ?


(ক) ১৮৪৭-১৯১১

(খ) ১৮৫২-১৯১২

(গ) ১৮৫৭-১৯১১

(ঘ) ১৮৪৭-১৯১২


৮৫. অপ কি ধরনের উপসর্গ ?


(ক) সংস্কৃত

(খ) বাংলা

(গ) বিদেশি

(ঘ) মিশ্র


৮৬. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?


(ক) ভ

(খ) ঠ

(গ) ফ

(ঘ) চ



৮৭. কাঁঠাল পাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক ?


(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) সুভাষ মুখোপাধ্যায়

(গ) কাজী ইমদাদুল হক

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


৮৮. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ?


(ক) দুই প্রকার

(খ) চার প্রকার

(গ) তিন প্রকার

(ঘ) পাঁচ প্রকার


৮৯. ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন ?


(ক) রূপকথা

(খ) ছোট গল্প

(গ) গ্রাম্য গীতিকা

(ঘ) রূপকথা উপকথা


৯০. সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি এই চরণদ্বয়ের লেখক ?


(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কুসুমকুমারী দাশ

(গ) মদনমোহন তর্কালঙ্কার

(ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার


৯১. বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ


(ক) বাগ+অম্বর

(খ) বাগ+আড়ম্বর

(গ) বাক্+অম্বর

(ঘ) বাক্+আড়ম্বর


৯২. আফতাব শব্দের সমার্থক কোনটি ?


(ক) অর্ণব

(খ) রাতুল

(গ) অর্ক

(ঘ) জলধি


৯৩. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?


(ক) গোবিন্দ দাস

(খ) কায়কোবাদ

(গ) কাহ্নপা

(ঘ) ভুসুকুপা


৯৪. Anatomy শব্দের অর্থ


(ক) সাদৃশ্য

(খ) স্নায়তন্ত্র

(গ) শারীর বিদ্যা

(ঘ) অঙ্গ সঞ্চালন


৯৫. জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত ?


(ক) মধ্যপদলোপী কর্মধারয়

(খ) ষষ্ঠী তৎপুরুষ

(গ) পঞ্চমী তৎপুরুষ

(ঘ) উপমান কর্মধারয়


৯৬. অনীক শব্দের অর্থ


(ক) সূর্য

(খ) সমুদ্র

(গ) যুদ্ধক্ষেত্র

(ঘ) সৈনিক


৯৭. আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে ?


(ক)প্যারীচাঁদ মিত্র

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) দামোদর বন্দ্যোপাধ্যায়

(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


৯৮. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ?


(ক) বীরবল

(খ) ভিমরুল

(গ) অনিলা দেবী

(ঘ) যাযাবর


৯৯. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে ?


(ক) ২০০৭

(খ) ১৯০৭

(গ) ১৯০৯

(ঘ) ১৯১৬


১০০. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ?


(ক) ১৩ টি

(খ) ১০ টি

(গ) ১২ টি

(ঘ) ১১ টি


Next Post Previous Post