মদিনা সনদের গুরুত্বপূর্ণ ধারা সমূহ
মদিনা সনদের গুরুত্বপূর্ণ ধারাসমূহ কি ? মদিনা সনদের ধারা সমূহ আলোচনা করুন। মদিনা সনদের ধারা সমূহ কি কি ?
মক্কা থেকে মদীনায় হিজরতের পর নবি করিম (সঃ) ইয়সরিবের পৌত্তলিক, ইহুদি, আনসার ও মুহাজিরদের জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন তা হল কিতাব আর রাসুল বা সহিফা রাসুল সংক্ষেপে মদিনার শাসনতন্ত্র বা মদিনার সনদ।
- ১. সনদের শরীক দলের সকলে অন্যান্য লােকদের থেকে সতন্ত্র একটি উম্মাহ বা জাতি।
- ২. এই সনদে অঙ্গীকারাবন্ধ লােকদের জন্য ইয়াসরিব উপত্যকা পবিত্র।
- ৩. মদিনায় অতর্কিত হামলাকারীদের বিরুন্ধে তারা একে অপরকে সাহায্য করবে।
- ৪. যে সকল ইহুদি আমাদের অনুসারী হবে তারা আমাদের সাহায্য ও সহানুভূতি পাবে। এ সম্পর্ক ততদিন বর্তমান থাকবে যতদিন তারা মুসলমানদের ক্ষতি করবে না।
- ৫. ইহুদি সম্প্রদায়ের মিত্রগণও সমান স্বাধীনতা ও নিরাপত্তা ভােগ করবে।
- ৬. যুদ্ধের সময় ইহুদিগণ মুসলমানদের সঙ্গে সমভাবে যুদ্ধের ব্যয়ভার বহন করবে।
- ৭. কোন মুমিন একজন মুশরিকের জন্য একজন মুমিনকে হত্যা করবে না বা কোন মুশরিক মুমিনের বিরুদ্ধে সাহায্য করবে না।
- ৮. কেউ কুরাাইশদের বা অন্য কোন বহিঃশত্রুদের সাথে মদিনাবাসীর বিরুদ্ধ কোনরুপ ষড়যন্ত্র করতে পারবে না।
- ৯. কোন ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না।
- ১০. মুসলমান ও অমুসলমান সকলে নিজ নিজ ধর্ম পালন করবে।
- ১১. মহানবি (স) এর অনুমতি ছাড়া মদিনার কোন সম্প্রদায় কারও বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করতে পারবে না।
- ১২. এই সনদের লােকদের মধ্যে কোনাে বিষয়ে মতবিরােধ দেখা দিলে তা মীমাংসার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল মুহাম্মদ (স) এর উপর ন্যস্ত করতে হবে।
- ১৩. আশ্রিত ব্যক্তি আশ্রয়দানকারীর মতই, যতোক্ষণ পর্যন্ত সে কোনাে অন্যায় বা বিশ্বাসঘাতকতা করবে না।
- ১৪. এই সনদে যা আছে আল্লাহ তার সত্যতার স্বাক্ষী এবং রক্ষাকারী।
- ১৫. আল্লাহ সৎ ও ধর্মভীরুদের রক্ষাকারী এবং মুহাম্মদ (স) আল্লাহর রাসুল ।