মদিনার সনদ কি। মদিনার শাসনতন্ত্র কি?
মদিনার সনদ কি ? মদিনার সনদ কাকে বলে ? মদিনার শাসনতন্ত্র বলতে কি বুঝায় ?
মহানবি (সঃ) মক্কা হতে ইয়াসরিবে হিজরত করার পর এমন কতােগুলাে সমস্যার সম্মুখীন হন যার জরুরি সমাধান অত্যাবশ্যকে হয়ে পড়ে। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল :মক্কার কুরাইশ মুহাজির এবং স্থানীয় ইয়াসরিববাসী আনসারদের মধ্যকার অধিকার ও কর্তব্যের সীমারেখা টানা, মুহাজিরদের বাসস্থান ও জীবিকার সংস্থান করা, কুরাঈশদের হাতে ক্ষতিগ্রস্থ মুহাজিরদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং মদিনার অমুসলমান বিশেষত ইহুদিদের সাথে একটি সমঝাতায় পৌঁছা, মদিনা নগরীর রাজনৈতিক সংগঠন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করা, মদিনার সামাজিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় রূপরেখা প্রণয়ন করে মদিনাবাসীদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং আইনগত কাঠামাে গঠন করা এবং সর্বোপরি ইসলাম ধর্মের প্রচার এবং মুসলমানদের ভবিষ্যৎ পদক্ষেপ ও অগ্রযাত্রা অব্যাহত রাখার তাগিদে মুসলিম ও অমুসলিম প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার নিশ্চিতকরণ।
এ সমন্ত সমস্যার সমাধানকল্পে নবি করিম (সঃ) ইয়সরিবের পৌত্তলিক, ইহুদি, আনসার ও মুহাজিরদের জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন তাকেই কিতাব আর রাসুল বা সহিফা রাসুল সংক্ষেপে মদিনার শাসনতন্ত্র বা মদিনার সনদ বলা হয়।