আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ ও আকাবার তৃতীয় শপথ কি?

আকাবার প্রথম শপথ কি ? আকাবার দ্বিতীয় শপথ কি ? আকাবার তৃতীয় শপথ কি ?

আকাবার প্রথম শপথ :

নবুয়তের দশম বছরে হজ্জ্বের মৌসুমে খাজরাজ গােত্রের কয়েকজন লােক মক্কায় এসে শুনতে পেল যে, এক ব্যক্তি নবুয়তের দাবি করছেন। মক্কা হতে একটু দুরে আকাবা নামক স্থানে ছয়জন লােক আলাপ-আলােচনা করছিলেন। হযরত তাদের নিকট উপস্থিত হয়ে জানতে পারলেন যে, তাঁরা মদিনাবাসী খাজরাজ বংশীয় লােক। হযরত তাঁদেরকে ইসলামের শিক্ষা ও সভ্যতার দিকে আহ্বান করলেন এবং কুরআন শরিফের কয়েকটি আয়াত পাঠ করে তাঁদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। তাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মদিনায় পৌঁছে আল্লাহর মহত্ত্ব প্রচার করার অঙ্গীকার ব্যক্ত করলেন। এটিই ইসলামের ইতিহাসে আকাবার প্রথম শপথ অর্থাৎ বাইয়াত আল আকাবা নামে পরিচিত। হযরত মুসআব (রা নামক এক সাহাবিকে ধর্ম শিক্ষা দানের জন্যে ইয়াসরিব তথা মদিনায় প্রেরণ করলেন। হযরত মুসআব (রা) ও নবদীক্ষিত মুসলমানদের প্রচেষ্টায় ইয়াসরিবে ইসলাম ধর্মের প্রচারে নতুন দিগন্তের সূচনা করে। ইয়াসরিববাসী সতস্ফূর্তভাবে অল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে মূর্তিপুজা ত্যাগ করে।

আকাবার দ্বিতীয় শপথ :

নবুয়তের একাদশ বছরে আউস ও খাজরাজ গােত্রের ১২ জন মদিনাবাসী পূর্ব কথিত আকাবা নামক স্থানে হযরতের সাথে সাক্ষাৎ করে ইসলামের শপথ গ্রহণ করেন। স্বদেশে প্রত্যাবর্তন করার সময় তাদের আবেদনে ধর্মীয় আহকাম শিক্ষা দেওয়ার জন্যে দুজন প্রতিনিধি প্রেরণ করেন। এটি আকাবার দ্বিতীয় শপথ নামে খ্যাত

আকাবার তৃতীয় শপথ :

নবুয়তের দ্বাদশ বছর আকাবার দ্বিতীয় শপথের পর সকলে মদিনায় ফিরে আসেন। সেখানে হযরত মুসআব (রা) ইমামতি করতেন। সে বছর হযরত মুসআব ও হবরত ওয়াইমের (রা) এর হাতে বহু লােক ইসলাম গ্রহণ করেন। তাঁদের মধ্যে উসায়েদ ইবনে হােযায়ের এবং হযরত সাদ ইবনে খাইসাম (রা) ছিলেন। এ দুব্যাক্তির ইসলাম গ্রহণের ফলে আউস গােত্রের সকল নর-নারী মুসলমান হয়ে যান। এভাবে মদিনায় দ্রুতগতিতে ইসলাম প্রসার লাভ করতে থাকে। ঐ বছর মদিনায় রাসুলুল্লাহর সুখ্যাতি ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করে। তাঁদের মধ্যে থেকে ৭৩ জন নারী পুরুষ একসাথে হযরত (স) এর সাথে আকাবা নামক স্থানে শপথ গ্রহণ করেন। তাঁরা প্রতিজ্ঞা করেন যে, আল্লাহ ছাড়া আর কারাে উপাসনা করবেন না। তাঁরা ইসলামের আদর্শ ও রীতি মেনে চলবেন ও তা রক্ষার জন্যে আপ্রাণ চেষ্টা করবেন। হযরতকে সর্ব প্রকার সাহায্য করতে দ্বিধা করবেন না। সেই রাতে কঠিন শপথের পর হযরত রাসুল(স) ইসলাম প্রচার ও দ্বীনি তালিমের জন্যে তাঁদের মধ্য হতে বারজন নকীব বা প্রচারক নিযুক্ত করেন। ইসলামের ইতিহাসে এটি আকাবার তৃতীয় শপথ নামে খ্যাত।

Next Post Previous Post