২০২০-২০২১ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 'ক' ইউনিটের বাংলা অংশের সমাধান

২০২০-২০২১ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 'ক' ইউনিটের বাংলা অংশের সমাধান

০১/১০/২১ তারিখে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা অংশের সমাধান দেওয়া হলো। পর্যায়ক্রমে সকল অংশের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।।



  1. চিত্রময়ী বর্ণনার— ?
    খ. ভ্রমণ বৃত্তান্ত থেকে

  2. সালামের হাত থেকে কিসের মতো–?
    ঘ. নক্ষত্রের মতো

  3. স্থির শব্দের বিপরীত—?
    ক. জঙ্গম(অর্থ গতিশীল)

  4. সভ্যতার সঙ্গে দারিদ্র‍্য বৃদ্ধির– ?
    খ. বিলাসিতা
  5. কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে গিয়ে সত্যকে–?
    ঘ. ভুল

  6. বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারাই নয়, মোতাহের হোসেন চৌধুরি বলেছেন তা আরও কিছুর ইঙ্গিত; সেটি?
    খ. প্রশান্তি

  7. কোনটি পর্তুগিজ শব্দ নয়?
    খ. আলবোলা (ফারসি শব্দ)

  8. বিচার করে কাজ করে না যে—?
    গ. অবিমৃষ্যকারী

  9. নিচের কোনটি উত্তম পুরুষের—-?
    খ. করেছি

  10. ণ-ত্ব বিধান অনুসারে ভুল– ?
    ঘ. মূল্যায়ণ, নিরূপন(নিরূপণ হবে)

  11. কোনটি অপপ্রয়োগ?
    গ. একত্রিত

  12. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম—–এখানে কারক-বিভক্তি বিচারে ‘স্বাধীনতার’—–?
    গ. নিমিত্তার্থে ৬ষ্ঠী

  13. ‘অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ের বিমর্ষ মুখ।’ —?
    খ. অপরিচিতা

  14. নিচের কোন কবিতায় ‘ট্রয় নগরীর’ প্রসঙ্গ—?
    খ. সেই অস্ত্র

  15. "সাম্যবাদী" কবিতায় উল্লেখকৃত ‘জেন্দাবেস্তা’ কী?
    খ. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ ও ভাষা

পর্যায়ক্রমে সকল অংশের সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ।।।সবার আগে নির্ভুল সমাধান পেতে পোস্টটি শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ

Next Post Previous Post