বাংলাদেশের সামাজিক সমস্যা গুলো সমাধানের উপায় সমূহ আলোচনা কর
বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা গুলোর সমাধানের উপায় সমূহ আলোচনা কর।
বিশ্বের প্রতিটি উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও রয়েছে নানামুখী সামাজিক সমস্যা । উন্নয়নের অগ্রযাত্রায় বাধার সৃষ্টি করছে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো । এ সমস্যাগুলো বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে বিভিন্ন ভাবে । যেমন- জনসংখ্যা সমস্যা, অপরাধ সমস্যা, বেকার সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, শিক্ষা সংক্রান্ত সমস্যা, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রভৃতি । এসব প্রধান সমস্যা দূরীকরণের মাধ্যমে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা সম্ভব।
বাংলাদেশের সামাজিক সমস্যা গুলো সমাধানের উপায় :
বাংলাদেশের সামাজিক সমস্যার তীব্রতা দিন দিন বেড়েই চলেছে । এ সমস্যার আশু প্রতিকার ছাড়া কোন প্রকার উন্নয়নই সম্ভব নয় । নিম্নে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলোর সমাধানের প্রধান প্রধান উপায় গুলো সম্পর্কে আলোচনা করা হলো :
জনসংখ্যা বৃদ্ধি রোধ
জনসংখ্যা বিস্ফোরণ রোধকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে । এ লক্ষ্যে
- জীবনযাত্রার মানোন্নয়ন,
- শিক্ষার বিস্তার,
- পরিবার পরিকল্পনা,
- বাল্যবিবাহ,
- বহুবিবাহ রোধ এবং
- সর্বোপরি আইন প্রয়োগের ব্যবস্থা নিতে হবে ।
দারিদ্রতা দূরীকরণ
দারিদ্রতা বাংলাদেশের আর একটি সামাজিক সমস্যা । এ সমস্যা সমাধানের জন্য মানুষের মৌলিক চাহিদা পূরণ একান্ত আবশ্যক । সম্পদের সুষম বন্টন ও human Resource Development এর মাধ্যমে- এর মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব ।
নিরক্ষরতার হাত থেকে মুক্তি
নিরক্ষরতার অভিশাপ থেকে এ দেশকে মুক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি উপ-আনুষ্ঠানিক কার্যক্রম গুলো বেশি বেশি চালু করতে হবে । যেমন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)- এর মত কার্যক্রম হাতে নিতে হবে ।
মাদক মুক্ত বাংলাদেশ গঠন
মাদক মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাদক পাচার বন্ধ করতে হবে । সাথে সাথে মাদকসেবী ও বিক্রেতাদের জন্য আইনগত ব্যবস্থা আরও জোরদার করতে হবে ।
বেকার সমস্যার সমাধান
বেকার সমস্যার সমাধানে সরকারি ও বেসরকারি উদ্যোগকে স্বাগত জানাতে হবে । বিভিন্ন খাতের উন্নয়ন ও সম্প্রসারণ (যেমন কৃষি, শিল্প প্রযুক্তি) করা আবশ্যক । এ লক্ষ্যে সমাজে
- বৃত্তিমূলক শিক্ষা,
- প্রশিক্ষণ ও উন্নয়ন পদ্ধতির সম্প্রসারণ,
- কারিগরি শিক্ষার প্রসার করতে হবে ।
সম্পদের সুষম বন্টন
সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা জরুরি । কেননা সম্পদের অসম বন্টন শ্রেণীবৈষম্যের সৃষ্টি করে । সম্পদের যথাযথ ব্যবহার ও কর আদায়ের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা সম্ভব ।
পরিকল্পিত সামাজিক পরিবর্তন
অপরিকল্পিত সামাজিক পরিবর্তন সমস্যার সৃষ্টি করে । তাই পরিকল্পনামাফিক সামাজিক পরিবর্তন ঘটাতে হবে এবং সামাজিক উপাদান গুলোর মধ্যে সমন্বয় ঘটাতে হবে ।
কৃষিতে বিজ্ঞানের ব্যবহার
বাংলাদেশ মূলত কৃষিনির্ভর । কৃষিখাতকে বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়া লাগাতে হবে এবং কৃষকদের জন্য কৃষি উপকরণ, যেমন বীজ,সার, ট্রাক্টর প্রভৃতির ব্যবস্থা করতে হবে।
মাথাপিছু আয় বৃদ্ধি
মাথাপিছু আয় বৃদ্ধি হলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে । কারণ নিম্ন মাথাপিছু আয় অনেক সমস্যার সৃষ্টি করছে ।
পরিকল্পিত শহরায়ন
অপরিকল্পিত নগরায়নের ফলে বস্তি সমস্যা সৃষ্টি হয়েছে । আর বস্তি সমস্যা স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা ইত্যাদি জাতীয় সমস্যার সৃষ্টি করছে । তাই পরিকল্পিত শহরায়নের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান খুব সহজে করা সম্ভব ।
মূল্যবোধের অবক্ষয় রোধ
বাংলাদেশে তিনদিন মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে । তাই মূল্যবোধের অবক্ষয় রোধ করে সমস্যা সমাধান করা যায় ।
রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিদ্যমান থাকায় অনেক সমস্যা বিদ্যমান । তাই রাজনৈতিক স্থিতিশীলতা বা স্থিরতা আনয়ন করে সমস্যার সমাধান করা সম্ভব ।
সামঞ্জস্য বিধান
বাংলাদেশের সামাজিক পরিবর্তনের সাথে জনগণ খাপ খাওয়াতে পারে না । ফলে অনেক সমস্যা দেখা দিয়েছে । সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য বিধান করে সমস্যার সমাধান করা যায় ।
শিল্প উন্নয়ন
বর্তমান যুগে শিল্পের উন্নয়নের উপর একটা দেশের উন্নয়ন নির্ভর করে । বাংলাদেশ শিল্পে যথেষ্ট অনগ্রসর । তাই অনেক সমস্যা দেখা দিচ্ছে । বাংলাদেশে শিল্প উন্নয়নের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব ।
বাস্তবসম্মত নীতি ও সিদ্ধান্ত গ্রহণ
বাংলাদেশের অধিকাংশ লোক দরিদ্র । আর এই দরিদ্র লোকেরাই সমস্যায় জর্জরিত । কিন্তু বাংলাদেশের দরিদ্র শ্রেণীর জন্য তেমন কোন নীতি গৃহীত হয়নি । বা নীতি গৃহীত হলেও তা তাদের স্বার্থ কে সামনে রেখে গৃহীত হয় না । তাই বাস্তবসম্মত নীতি ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা যায় ।
নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ রোধ
নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ রোধকল্পে অফিস-আদালতে EEO (equal Employment Opportunity) আইনের প্রয়োগ করতে হবে এবং প্রচলিত আইনের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে হবে ।
জনসচেতনতা ও আইনের প্রয়োগ
সর্বোপরি জনসচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে ।
পরিশেষে বলা যায় যে, বাংলাদেশে একটি সমস্যায় জর্জরিত দেশ । এদেশে সামাজিক সমস্যাগুলো সমাধান করার সহজ ব্যাপার নয় । দেশের জনগণ ও সরকার যদি আন্তরিকভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসে তবেই এ সমস্যাগুলোর সমাধান দ্রুত হতে পারে ।