স্পেনীয় গৃহযুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গের অংশগ্রহণের কারণ।
স্পেনীয় গৃহযুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গের অংশগ্রহণের কারণ কি ছিল আলোচনা কর।
উত্তর : ভূমিকা : ইউরোপের ইতিহাসে স্পেনের গৃহযুদ্ধ ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। এ যুদ্ধে ইউরােপীয় শক্তিগুলাের মধ্যে ইতালি, জার্মানি, রাশিয়া অংশগ্রহণ করে। ইতালিতে স্পেনের কমিউনিস্ট বিপ্লবকে দমন ও ফ্রান্সের একনায়কত্ব স্পেনে প্রতিষ্ঠার জন্য যুদ্ধে অংশ নেয়। জার্মানি তার নবগঠিত বিমান বহরের কার্যকারিতা ও স্পেনের সাম্যবাদী বিপ্লবের সম্ভাবনাকে নির্মূল করার জন্য যুদ্ধে অংশ নেয়। রাশিয়া স্পেনে পশ্চিমা গণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যুদ্ধ অংশ নেয়। এভাবে বৃহৎ রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ স্বার্থের দিক বিবেচনা করে স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছিল।
স্পেনীয় গৃহযুদ্ধে ইউরোপীয় শক্তিবর্গের অংশগ্রহণের কারণ :
ইউরোপীয় যে সকল দেশ এ যুদ্ধে লিপ্ত হয় তাদের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন কারণ ছিল। যেমন-
(ক) ইতালি অংশগ্রহণের কারণ :
স্পেনীয় গৃহযুদ্ধে ইতালি যে সব কারণে জড়িয়ে পড়ে সেগুলো হলো :
- স্পেনের প্রজাতন্ত্রী সরকারে কমিউনিস্টদের আধিপত্য থাকায় ফ্যাসিস্ট ইতালি মনে করে যে স্পেনে কমিউনিস্ট বিপ্লব ঘটতে যাচ্ছে। তাই এ বিপ্লরব দমন করতে ফ্রাঙ্কোকে সাহায্য করে।
- মুসােলিনির উদ্দেশ্য ছিল স্পেনে ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র স্থাপন করে ইতালির শক্র ফ্রান্সকে বেষ্টন করা।
- মুসােলিনি স্প্যানিশ মরক্কোর মাধ্যমে উত্তর আফ্রিকায় ফরাসি উপনিবেশে অনুপ্রবেশ করারও লক্ষ্য নেন।
- স্পেনের সাহায্যে জিব্রাল্টার অধিকার করে ভূ-মধ্যসাগরে ইটালীয় আধিপত্য স্থাপন করাও ছিল মুসােলিনির অন্যতম লক্ষ্য।
(খ) জার্মানি অংশগ্রহণের কারণ :
স্পেনীয় গৃহযুদ্ধে জার্মানি যেসব কারণে জড়িয়ে পড়ে সেগুলাে হলোে :
- স্পেনে সাম্যবাদী বিপ্লবের সম্ভাবনাকে নির্মূল করার জন্যই জার্মানি ফ্রাঙ্কোকে সাহায্য করে ।
- হিটলার তার নবগঠিত বিমানবহর এর কার্যকারিতা পরীক্ষা করার জন্যও এ যুদ্ধে যােগ দেয়।
- এ ছাড়া স্পেনে ডিক্টেটের হিসেবে ফ্রাঙ্কোর জয় হলে ফ্রান্স ও ব্রিটেনের গণতন্ত্র বেষ্টিত হবে মনে করেও হিটলার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।
(গ) রাশিয়া অংশগ্রহণের কারণ :
স্পেনীয় গৃহযুদ্ধে রাশিয়া যেসব কারণে জড়িয়ে পড়ে সেগুলাে হলাে :
- পশ্চিম ইউরােপের সাম্যবাদীদের সম্মান পুনরুদ্ধার করার উদ্দেশ্যেই স্ট্যালিন প্রজাতান্ত্রিক সরকারকে সাহায্য করে।
- অন্য উদ্দেশ্য ছিল পশ্চিমা গণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শক্তির মধ্যে বিভেদের সৃষ্টি করা।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ইতালি, জার্মানি ও রাশিয়া মূলত নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়েই স্পেনের গৃহযুদ্ধে অংশ নেয়। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির আধিপত্য স্থাপন করার জন্য হতালি এ যুদ্ধে অংশগ্রহণ করে। অবশেষে জার্মানি ও রাশিয়া স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের স্বার্থ হাসিল করে । উরােপীয়দের রাজনৈতিক ইতিহাসে এ যুদ্ধের গুরুত্ব কোনো অংশে কম নয়।