সমাজবিজ্ঞান কাকে বলে।

সমাজবিজ্ঞান কাকে বলে। সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা গুলো উল্লেখ কর ।

গ্রিক দার্শনিক এরিস্টটল বলেন "মানুষ স্বভাবতই সামাজিক জীব যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু; না হয় দেবতা ।" মূলত সমাজবদ্ধ হয়ে বসবাস করা মানুষের স্বভাব । মানুষ নিজের প্রয়োজনের গড়ে তুলেছে সমাজ ও প্রতিষ্ঠান । আর এ সমাজ ও প্রতিষ্ঠান সম্পর্কে যে শাস্ত্র স্বচ্ছ ধারণা দেয় তাই সমাজবিজ্ঞান । সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা । ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন । বলা যায় তার হাত ধরেই সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় ।

সমাজবিজ্ঞানের শাব্দিক অর্থ

ল্যাটিন শব্দ 'socius' এবং গ্রিক শব্দ 'logos' শব্দের সম্মিলনে 'sociology' শব্দটির উদ্ভব। এখানে 'socious' শব্দের অর্থ সমাজ আর 'logos' শব্দের অর্থ অধ্যায়ন বা বিজ্ঞান । ফলে 'sociology' শব্দটি অর্থ দাঁড়ায় সমাজবিজ্ঞান । সুতরাং বলা যায়, সমাজের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও অধ্যয়ন যে শাস্ত্রের মূল আলোচ্য বিষয়, তাকে সমাজবিজ্ঞান বলা ।

সমাজবিজ্ঞানের সংজ্ঞা

যে শাস্ত্র সমাজ সম্পর্কে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে । সহজ কথায় বিজ্ঞানের যে শাখায় সমাজ সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে তাই সমাজবিজ্ঞান ।বস্তুত সমাজ , সমাজ কাঠামোর পারস্পরিক সম্পর্ক ও সামাজিক আচার আচরনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণই সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় ।

সমাজবিজ্ঞানের প্রামাণ্য সংজ্ঞা

প্রখ্যাত সমাজ বিজ্ঞানীগণ বিভিন্নভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন । নিম্নে তাদের কয়েকজনের সংজ্ঞা উপস্থাপন করা হলো

বিশিষ্ট সমাজবিজ্ঞানী সিমেল এর মতে,

সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্ক অধ্যয়ন করেন । (Sociology is the science which is study of man relationship)

সমাজবিজ্ঞানী ফ্রাঙ্কলিন এইচ.গিডিংস তার 'Principles of Sociology' গ্রন্থে বলেন

সমাজবিজ্ঞান মানুষের মানসিক সম্পর্কের বিজ্ঞান ।(Sociology is the science of mental connection of men.)

সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম এর মতে,

সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান ।(Sociology is the science of Institutions.)

লেস্টার ফ্রাঙ্কওয়ার্ড ও উইলিয়াম গ্রাহাম সামনার এর মতে,

সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান বা সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান । (Sociology is the science of society or of social phenomena.)

সমাজবিজ্ঞানে পার্ক এর মতো ,

সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী সম্পর্কিত বিজ্ঞান ।(Sociology is the science of mankind.)

সমাজবিজ্ঞানী স্পেন্সার এর মতে ,

মানব গোষ্ঠীর জীবনাচরণের পটন-পাটনই সমাজবিজ্ঞান ।( the study of human group life is called sociology.)

সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর মতে,

সমাজ বিজ্ঞানের উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলীর অধ্যায়ন এবং সামাজিক কার্যাবলীর মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক নির্ণয় ব্যাখ্যা দান করা । The aim of sociology is the study of social action and to arrive at a casual explanation.)

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সমাজবিজ্ঞানের অধ্যাপক নেইল. জে. স্মেলসার এর মতে,

সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা বা গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে । (Sociology is the experience or sturdy base science which is study on society and social relationship.)

দি স্টেট ইউনিভার্সিটি অব নিউজার্সির সমাজবিজ্ঞানের অধ্যাপক ডেভিড পোপেনো এর মতে,

সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণের এবং সমাজের সুশৃংখল এবং বস্তুনিষ্ঠ অধ্যায়ন । (Sociology is the science of social behavior and the study of society's discipline and actuality.)

সমাজবিজ্ঞানী উইলিয়াম পি. স্কট এর মতে,

সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞানভিত্তিক পাঠ অধ্যয়ন । (Sociology is the scientific study of man's social behaviour.)

ওয়েস্টার্ন উলিনয় ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক রিচার্ড টি. স্ক্যাফার এর মতে,

সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃংখল বা নিয়মতান্ত্রিক পাঠ ।

অধ্যাপক টি. বি. বটোমোর বলেন,

সমাজবিজ্ঞান এমন এক বিজ্ঞান যে বিজ্ঞান মানুষের সামাজিক জীবন, নানাবিধ সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক গোষ্ঠী নিয়ে আলোচনা করে । (Sociology is the science which is discuss of human life, varieties social institutions and social race.)

উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠনপ্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকারণ সম্পর্কভিত্তিক অধ্যয়ন তথা বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ।

Next Post Previous Post