একসালা বন্দোবস্ত কি
একসালা বন্দোবস্ত কি। একসাল বন্দোবস্ত বলতে কি বুঝায়?
১৭৭৭ সালে পাঁচসালা বন্দোবস্তের মেয়াদ শেষ হলে গভর্নর ওয়ারেন হেস্টিংস একসালা বন্দোবস্ত চালু করেন। পাঁচসালা বন্দোবস্ত রদ ও একসালা বন্দোবস্ত চালুর মাধ্যমে হেস্টিংস পুরাতন জমিদারদের সাথে সম্পর্ক উন্নয়ন করেন এবং তাদেরকে ভূমি বন্দোবস্ত দেন।
একসালা বন্দাবস্তের নীতিমালা
পাঁচসালা বন্দোবস্তের ব্যর্থতার কারণে হেস্টিংস ১৭৭৭ সালে একসালা বন্দোবস্ত চালু করেন। এ বন্দোবস্তে হেস্টিংস যে নীতি অনুসরণ করেন তা নিম্নরূপ :
প্রথমত, একসালা বন্দাবস্ত অনুযায়ী ইজারাদারদের বাদ দিয়ে পুরাতন জমিদারদেরকেই জমি প্রতিবছর বন্দোবস্ত দেওয়ার নীতি প্রবর্তন করেন।
দ্বিতীয়ত, বিগত তিন বছরের রাজস্বের গড় নির্ধারণ করে সেই হারে একসালা বন্দোবস্তে রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন
তৃতীয়ত, জমিদাররা সময়মতো রাজস্ব প্রদান করলে পরের বছর তাদেরই জমি বন্দোবস্ত দেওয়ার নীতি গ্রহণ করেন।
চতুর্থত, কোনো জমিদার রাজস্ব প্রদানে ব্যর্থ হলে তার জমিদারির একাংশ বিক্রি করে রাজস্ব পরিশােধের নিয়ম চালু করা হয়।
পঞ্চমত, প্রতিটি জেলায় পুনরায় ইংরেজ কালেক্টর নিয়ােগ করেন। তাদের সাহায্য করার জন্য দেশীয় কানুনগো নিয়ােগের ব্যবস্থা করেন। ১৭৭৭ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত একসালা বন্দোবস্ত চালু থাকে।
ষষ্ঠত, একসালা বন্দোবস্ত একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে প্রচলিত হয়।
পরিশেষে বলা যায় যে, ওয়ারেন হেস্টিংস ১৭৭৭ সালে পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে একসালা বন্দোবস্ত চালু করেন। ইতিপূর্বে পাঁচসালা বন্দোবস্তের ব্যর্থতা ও রাজস্ব ক্ষেত্রে বিশৃঙ্খলা দূরীভূত করার জন্য প্রাচীন জমিদারদের সাথে নতুন করে একসালা বন্দোবস্ত চালু করেন। একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে ১৭৮৯ সাল পর্যন্ত এ ব্যবস্থা টিকে থাকে।