বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক সমস্যা সমূহ
বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক সমস্যা গুলো আলোচনা কর।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা সমূহ:
নিম্নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলো আলোচনা করা হলো :
জনসংখ্যা বিস্ফোরণ
জনসংখ্যা যেকোনো দেশে জন্য সম্পদ হলেও আমাদের জন্য অন্যতম প্রধান সামাজিক সমস্যা । ১৫ কোটি জনসংখ্যার দেশে প্রতিবছর ২০ থেকে ২৫ লক্ষ টন খাদ্যশস্য আমদানি করতে হয় । মূলত জনসংখ্যার সমস্যা অসংখ্য সমস্যার জন্ম দেয় । যেমন-
- খাদ্য ঘাটতি,
- পুষ্টিহীনতা,
- অপরাধ,
- যাতায়াত সমস্যা প্রভৃতি ।
বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জনসংখ্যা বৃদ্ধিকে বিস্ফোরণ বা প্রধান সামাজিক সমস্যা হিসেবে আখ্যায়িত করতে পারি ।
দারিদ্র
বাংলাদেশের আরেকটি সামাজিক সমস্যা হলো দারিদ্র । বাংলাদেশের ৮০% লোকই দারিদ্রসীমার নিচে । তারা মৌলিক চাহিদা পূরণে অক্ষম । সুতরাং তাদের থেকে কোনোরূপ উন্নয়ন আশা করা যায় না । প্রত্যেকটি সমস্যাই নতুন সমস্যার জন্ম দেয় ,দারিদ্রও এর আওতামুক্ত নয় । তাই Ranger Nurkse বলেন, "a country is poor because it is poor."
শিক্ষা সমস্যা
আমরা জানি ও অশিক্ষা হল একটি জাতির জন্য অভিশাপ । সুতরাং এই অভিশাপ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ মোটেও মুক্ত নয় । বাংলাদেশে নিরক্ষরতার হার ৬৬ শতাংশ যা আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে ।
মাদকাসক্তি
বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য এক বিরাট হুমকি মাদকদ্রব্য ও মাদকাসক্তি । মদ, গাঁজা, ফেনসিডিল ও হেরোইন এর মত মাদকদ্রব্য সারা দেশে ছড়িয়ে পড়েছে । ফলে অসংখ্য মানুষ বিপথে পা বাড়াচ্ছে যা সামগ্রিক উন্নতির পথকে করেছে সংকুচিত ও বাধাগ্রস্থ । তাই মাদকাসক্তিকে ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা যায় ।
বেকার সমস্যা
কর্মসংস্থানের অপর্যাপ্ততা ও শিক্ষার অভাবে বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন তীব্র হচ্ছে । সমাজে
- বৃত্তিমূলক শিক্ষা,
- প্রশিক্ষণ ও উন্নয়ন পদ্ধতির সম্প্রসারণ,
- কারিগরি শিক্ষার প্রসার
প্রভৃতির মাধ্যমে বেকার সমস্যার সমাধান সম্ভব । তাছাড়া
- কল-কারখানার উন্নয়ন,
- কৃষি উন্নয়ন ও সম্প্রসারণ,
- প্রযুক্তির উন্নয়ন
প্রভৃতির মাধ্যমে বেকার সমস্যার মোটামুটি অবসান সহজ বলে ধারণা করা হয় ।
অপরাধ সমস্যা
আইন বিরোধী যাবতীয় কর্মকাণ্ডই অপরাধের আওতায় পড়ে । এদেশের মানুষ ক্রমে ক্রমে সমাজ ও আইন বিরোধী কাজে ঝুঁকে পড়ছে । এর পেছনে অবশ্য...
- দারিদ্র্য,
- বেকারত্ব,
- সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়,
- উচ্চাভিলাষ
প্রভৃতি কারণ বিদ্যামান । এদেশে কিশোর অপরাধের সংখ্যাও অনেক । তাই বলা যায় অপরাধ বাংলাদেশের একটি ভয়াবহ সামাজিক সমস্যা ।
খাদ্য ঘাটতি
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মেলাতে পারছে না খাদ্য ব্যবস্থা । ফলে এদেশের অসংখ্য মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং খাদ্য ঘাটতির কারণে মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের প্রাথমিক স্তরেই বাধাগ্রস্ত হচ্ছে । সে কারণে তারা সমাজ বিরোধী কর্মকান্ড যেমন-
- চুরি,
- ডাকাতি,
- ছিনতাই,
- রাহাজানির
মতো অপরাধ করছে । যা সামাজিক সমস্যাকে তীব্র করছে ।
নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ
বাংলাদেশের নারীরা আজ পর্যন্ত 'Equal employment opportunity' (EEO) এর আওতায় আসেনি । অনেক ক্ষেত্রে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই দেশে প্রচলিত ।
- নারী নির্যাতন,
- ধর্ষণ,
- অপহরণ,
- নারী পাচার,
- পতিতাবৃত্তিতে বাধ্য করানো
প্রভৃতি তাদের প্রতি অবিচার বা বৈষম্যমূলক আচরণের দৃষ্টান্ত ।
স্বাস্থ্য হীনতা ও পুষ্টিহীনতা
ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে দেশে স্বাস্থ্যহীনতা ও পুষ্টিহীনতার মারাত্মক আকার ধারণ করছে । বিশ্বব্যাংকের জরিপ (২০০০) মোতাবেক বাংলাদেশের ৬০% মানুষ স্বাস্থ্যসেবার ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত ।
যৌতুক প্রথা
বাংলাদেশের মানুষ এখনও
- অশিক্ষা,
- কুশিক্ষা,
- কু-প্রথার
প্রভূতির বাইরে নয় । নারীদের জন্য যৌতুক প্রথা বেশ ভয়াবহ । যৌতুক প্রথার কারণ অসংখ্য সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে । তাই যৌতুক প্রথা কে 'প্রথা' না বলে এদেশের সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত করা যায় ।
পরিশেষে বলা যায় যে, সমস্যা এবং সংকট প্রতিটি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে । বাংলাদেশ উন্নয়নশীল দেশ । উন্নয়নের পথে সামাজিক সমস্যাগুলো ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে । তাই সমস্যার যথাযথ ও বৈজ্ঞানিক সমাধানের মাধ্যমেই কেবল সার্বিক উন্নয়ন সম্ভব ।