বন্ধুর বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বন্ধুকে চিঠি

বন্ধুর বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বন্ধুকে চিঠি লিখ।

১২/৪/২০২০
নতুন অফিস, ইসলামপুর, কক্সবাজার।

প্রিয় বন্ধু মাসুম,
তোমাকে কী বলে যে সান্ত্বনা দেব জানি না। শোকাহতকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। তবু একান্তভাবে চাইছি, জীবনের এই বুকভাঙা শোক যেন তুমি কাটিয়ে উঠতে পার। এ কঠিন শোক সহ্য করার শক্তি যেন আল্লাহ তোমাকে দেন। আজ স্কুলে জাভেদের কাছে শুনলাম, হার্ট অ্যাটাকে তোমার বাবা মারা গেছেন। খবরটা শুনে আমি খুবই মর্মাহত। সাথে সাথে চাচার চেহারাটা মনের পর্দায় ভেসে উঠল। যখনই তোমাদের বাড়ি গেছি, দেখেছি তার হাসি-হাসি মুখ। আহ্, আমাকে কী আদরটাই না করতেন। খুব ভালো মানুষ ছিলেন তিনি। আমার চোখের জল যেন বাধা মানছে না। মৃত্যুর ওপর মানুষের কোনো হাত নেই। চিরদিন কারো বাবা বেঁচে থাকে না।এই বাস্তবতা আজ তোমাকে মেনে নিতে হবে।মাসুম তুমি বাবার বড় ছেলে। তোমার মা এবং ছোটবোন তোমার মুখের দিকে চেয়ে আছে।তাদের দিকে চেয়ে মনকে শক্ত কর।আর দোয়া করি,তোমার বাবার বিদেহী আত্মা যেন শান্তি পায়।

ইতি
তোমারই বন্ধু
রুবেল

Next Post Previous Post