৩৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান
৩৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান
১. চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৮০০
খ. ১৮৫৭
গ. ১৯০৭
ঘ. ১৯০৯
২. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে-- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ...
ক. ৪৫০-৬৫০
খ. ৬৫০-৮৫০
গ. ৬৫০-১২০০
ঘ. ৬৫০-১২৫০
৩. মধ্যযুগের কবি নন কে?
ক. জয়নন্দী
খ. বড়ু চণ্ডীদাস
গ. গোবিন্দ দাস
ঘ. জ্ঞান দাস
৪. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে--
ক. ১১৯৯-১২৫০ পর্যন্ত
খ. ১২০১-১৩৫০ পর্যন্ত
গ. ১২৫০-১৩৫০ পর্যন্ত
ঘ. ১২৫০-১৪৫০ পর্যন্ত
৫. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
ক. উইলিয়াম কেরি
খ. লর্ড ওয়েলেসলি
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. রামরাম বসু
৬. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
ক. তিলোত্তমা কাব্য
খ. মেঘনাদ বধ কাব্য
গ. বেতাল পঞ্চবিংশতি
ঘ. বীরাঙ্গনা
৮. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৯. নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?
ক. নীলকরদের অত্যাচার
খ. ভাষা আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন
ঘ. তে-ভাগা আন্দোলন
১০. ঘরে বাইরে- উপন্যাসটি কার লেখা?
ক. আলাওল
খ. কাজী দীন মহম্মদ
গ. কাজী মোতাহের হোসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
ক. পঞ্চতন্ত্র
খ. কালান্তর
গ. প্রবন্ধ সংগ্রহ
ঘ. শাশ্বত বঙ্গ
১২. তত্ত্ববোধিনী- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. অক্ষয়কুমার দত্ত
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. সৈয়দ মুজতবা আলী
১৩. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক. কবর
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ. ওরা কদম আলী
১৪. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্ম নাম?
ক. দীনবন্ধু মিত্র
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. জীবনানন্দ দাস
১৫. কোন কাব্যটি পল্লী কবি জসীম উদ্দীন রচিত?
ক. চৈতালী
খ. রাখালী
গ. ফনিমনসা
ঘ. আলো পৃথিবী
১৬. তুমি আসবে বলে হে স্বাধীনতা- কার কবিতা?
ক. শওকত ওসমান
খ. সিকান্দার আবু জাফর
গ. সুফিয়া কামাল
ঘ. শামসুর রাহমান
১৭. দেয়াল- রচনাটি কার?
ক. হুমায়ূন আহমেদ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বুদ্ধদেব বসু
ঘ. সেলিনা হোসেন
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. ক্রীতদাসের হাসি
খ. মাটি আর অশ্রু
গ. হাঙর নদী গ্রেনেড
ঘ. সারেং বউ
১৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।- এ গানের প্রথম সুরকার কে?
ক. আবদুল গাফফার চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আলতাফ মাহমুদ
ঘ. আব্দুল লতিফ
২০. ১৯৮৫ সালে নাসির উদ্দীন স্বর্ণ পদক কে পান?
ক. সৈয়দ আলী আহসান
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. সিকান্দার আবু জাফর
২৪. World 'No-Tobacco Day' is observed on -
ক. May 25
খ. May 28
গ. May 30
ঘ. May 31
২৮. Dengue fever is spread by -
ক. Aedes aegypti mosquito
খ. Common House flies
গ. Anophilies mosquito
ঘ. Rats and squirrels
৩৩. Photosynthesis takes place in -
ক. Roots of the plant;খ. Stems of the plants;গ. Green parts of the plantsউত্তর : গ. Green parts of the plants>
৩৪. The term PC means -
ক. Private computer
খ. Prime computer
গ. Personal computer
ঘ. Professional computer
৩৫. Fill in the blank of the following sentence with the right form of verb. I _____a king!
ক. am
খ. was
গ. were
ঘ. shall be
৩৬. Tiger : Zoology :: Mars : -
ক. Astrology
খ. Cryptology
গ. Astronomy
ঘ. Telescopy
৩৭. Maiden speech means -
ক. Frist speech
খ. Middle speech
গ. Maid servent's speech
ঘ. Final speech
৪৬. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?
ক. ১৭৫৭ খৃঃ
খ. ১৭৭০ খৃঃ
গ. ১৮৫৭ খৃঃ
ঘ. ১৭৯৩ খৃঃ
৪৭. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
ক. এডিবি
খ. বিশ্বব্যাংক
গ. জাইকা
ঘ. আইএমএফ
৪৮. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
ক. গোমতী
খ. জিঞ্জিরাম
গ. নাফ
ঘ. কর্ণফুলী
৫৩. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া
খ. ভারত
গ. মালয়েশিয়া
ঘ. তুরস্ক
৫৬. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজিখ. ভ্যাটিকানউত্তর: খ. ভ্যাটিকান<> ৫৭. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?উত্তর: খ. ভারত&;">
৫৮. লয়াজিরগা- কোন দেশের আইন সভা?
ক. ফিজি
খ. সিরিয়া
গ. লেবানন
ঘ. আফগানিস্তান
৫৯. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. ভিয়েতনাম
ঘ. আর্মেনিয়া
উত্তর : খ. ঘনত্ব বেশি> ৮০. গাড়ীর ব্যাটারীতে কোন এসিড ব্যবহার করা হয় ?;ক. নাইট্রিক
উত্তর : খ. সালফিউরিক ৮১. কোন সংখ্যার ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?;ক. ১০;খ. ৯গ. ৯০;ঘ. ১০০উত্তর: গ. ৯০> ৮২. একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?;ক. ২২৫ বর্গমিটার;খ. ১৪৪ বর্গমিটার<;গ. ১৬৯ বর্গমিটার;ঘ. ১৯৬ বর্গমিটারউত্তর: ঘ. ১৯৬ বর্গমিটার< ৮৩. এর মান কত?;ক. 4;খ. 8;গ. 5<;ঘ. 7<>উত্তর: খ. 8<"> ৮৪. বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?;ক. x2 বর্গমিটার;খ. 2x বর্গমিটার<;গ. বর্গমিটার<;ঘ. বর্গমিটারউত্তর: খ. 2x বর্গমিটার< ৮৫. A = {1, 2, 3} B = ∅ হলে A ∪ B = কত?;ক. {1, 2, 3};খ. {1, 2, ∅};গ. {2, 3, ∅};ঘ. ∅উত্তর: ক. {1, 2, 3}<"> ৮৬. x + y = 2, x2 + y2 = 4 হলে x3 + y3 = কত?<ক. 8<;খ. 9;গ. 16;ঘ. 25উত্তর: ক. 8<;"> ৮৭. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত?উত্তর: ঘ. ৪"> ৮৮. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?;ক. ৬৬ সেন্টিমিটারউত্তর: খ. ৪২ সেন্টিমিটার ৮৯. একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?; ক. 70<; খ. 85; গ. 75; ঘ. 100উত্তর: গ. 75"> ৯০. মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কত পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?;ক. 13 টিখ. 14 টি;গ. 15 টি;ঘ. 16 টি>উত্তর: গ. 15টি ৯১. একটি পঞ্চভুজের সমষ্টি; ক. ৪ সমকোণ; খ. ৬ সমকোণ গ. ৮ সমকোণ; ঘ. ১০ সমকোণ>উত্তর: খ. ৬ সমকোণউত্তর: ঘ. ১২০°< ৯৩. ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন “আগামীকাল”। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?ক. ৭খ. ৮<গ. ৯ঘ. ১০উত্তর: ক. ৭উত্তর: গ. ১.৯২<"> ৯৫. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?ক. ৬;খ. ৭;গ. ৮;ঘ. ১০উত্তর: গ. ৮< ৯৬. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়ক. খুবই হতাশাবোধ করবেন;খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন<গ. সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন<;ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন<উত্তর: গ. সংসার-এর প্রতি গভীর মনোযোগ দেবেন<"> ৯৭. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?;ক. ৯;খ. ১০<গ. ১১;ঘ. ১২উত্তর: গ. ১১< ৯৮. ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?;ক. ক এর মামা চ<;খ. ক এর খালু চ;গ. চ এর নানা ক৯৯. প্রাণদ : জল : মহীজ : ?ক. সম্বর
খ. গ্রহ
গ. নিঃসর্গ
ঘ. অশ্ব