ঢাকা বিশ্ববিদ্যালয় 'খ' ইউনিটের প্রশ্ন সমাধান ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের সাধারণ জ্ঞান অংশের সমাধান ২০২১/The solution of the general knowledge part of the 'B' unit of Dhaka University 2021.

1. কোর্ট অব রেকর্ড' বলা হয় যে আদালতকে (Called the ‘Court of Record’?)

(A) সুপ্রিম কোর্ট (Supreme court)
B হাই কোর্ট (High Court)
C জজ কোর্ট (Judge Court)
D ম্যাজিস্ট্রেট কোর্ট (Magistrate Court)

2. সদ্যঘােষিত ‘আউকুস' চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় (The country not included in the recently announced 'AUKUS'pact is) --

(A) জাপান (Japan)
B যুক্তরাষ্ট্র (USA)
C যুক্তরাজ্য (UK)
D অস্ট্রেলিয়া (Australia)

3. স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে (Devaluation of local currency) -

(A) আমদানি বাড়ে (increases import) )
(B) রপ্তানি বাড়ে (increases export)
(C) বাজেট ঘাটতি বাড়ে (increases budget deficit)
(D) রপ্তানি কমে (decreases export)

4. ২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলাে (The film which won the best film award at Oscar 2020 is) -

(A) মিনারি (Minari)
(B) প্যারাসাইট (parasite)
(C) হােয়াইট টাইগার (White Tiger)
(D) ম্যারেজ স্টোরি (Marriage Story)

5. পৃথিবী সূর্যের নিকটতম গ্রহ (The earth is the nearest planet of the sun.)

(A) ২য় (2nd)
(B) ৩য় (3rd)
(C) ৪র্থ (4th)
(D) ৫ম (5th)

6. রংপুরে যে ক্ষুদ্র নৃগােষ্ঠীর বাস (The ethnic community which lives in Rangpur is) -

(A) রাজবংশী (Rajbangshi)
(B) মাহাতাে (Mahato)
(C) বম (Bawm)
(D) মুন্ডা (Munda)

7. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় (In 1971, the newspaper published from Bangladesh free area is ) -

(A) পূর্বাণী (Purbani)
(B) দেশের কথা (Desher katha)
(C) বিপ্লবী কথা (Biplobi katha)
(D) জয় বাঙলা (Joy Bangla)

8.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল (_ had an important role in establishing the University of Dhaka.)-

(A) ধীরেন্দ্রনাথ দত্ত (Dhirendranath Datta)
(B) মওলানা মােহাম্মদ আকরম খাঁ (Maulana Mohammad Akram Khan)
(C) আবুল হাশিম (Abul Hashim)
(D) নবাব নওয়াব আলী চৌধুরী (Nabab Nawab Ali Chowdhury)

9. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে (The fundamental rights are stated in the part of the Constitution of Bangladesh) -

(A) ১ম (1st)
(B) ২য় (2nd)
(C) ৩য় (3rd)
(D) ৪র্থ (4th)

10. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় (The country which is not the permanent member of the UN Security Council.) -

(A) ফ্রান্স (France)
(B) রাশিয়া (Russia)
(C) কিউবা (Cuba)
(D) জার্মানি (Garmany)

11. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে (September 2021, Bangladesh won international T-20 series)

(A) ২ টি (2)
(B) ৭ টি (7)
(C) ৮ টি (8)
(D) ৯ টি (9)

12. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন (The High Commissioner of Bangladesh Mission in London during the Liberation War of Bangladesh was) -

(A) এম হােসেন আলী (M. Hossain Ali)
(B) আবু সাঈদ চৌধুরী (Abu Sayeed Chowdhury)
(C) এস, এ. করিম (S, A, Karim)
(D) এম, আর, সিদ্দিকী (M. R. Siddiqi)

13. দি ওয়েলথ অব নেশনস্ গ্রন্থের রচয়িতা (The author of the book The Wealth of Nations is) -

(A) অ্যাডাম স্মিথ (Adam Smith)
(B) চার্লস টেইলর (Chanes Taylor)
(C) জি.ডব্লিউ. এফ. হেগেল (G.W.F.Hege)
(D) কার্ল মার্কস (Karl Marx)

14. বঙ্গবন্ধু-ঘােষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে (According to the Six-Point Demand declared by Bangabandhu, the separate currency system is mentioned in the demand number) -

(A) ২ (2)
(B) ৩ (3)
(C) ৪ (4)
(D) ৫ (5)

15. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ (The following which is an ancient Janapada of Bengal) -

(A) চন্দ্রদ্বীপ (Chandradwip)
(B) ময়নামতি (Mainarmati)
(C) হরিকেল (Harikela)
(D) পাটালীপুত্র (Pataliputra)

16. রােমান সভ্যতার স্থাপত্য নিদর্শন 'কলােসিয়াম’ হলাে (An architectural heritage of Roman civilization, 'Colosseum' is a

(A) খেলার মাঠ (Playground)
(B) নাট্যশালা (Theatre)
(C) বিশ্ববিদ্যালয় (University)
(D) উপাসনালয় (Temp)

17.সি প্রােগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপরেটর হলাে (Arelational operator Lused for comparing two numbers in C programming language is) -

(A) = ?
(B) = !
(C) = ;
(D) ;

18. ক্ষুদ্র নৃগােষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে "২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন (received the "International Mother Language Award of 2021" for protecting mother languages of the small ethnic communities) -

(A) সঞ্জীব দ্রং (Sanjeeb Drong)
(B) মথুরা বিকাশ ত্রিপুরা (Mathura Bikash Tripura)
(C) জ্যোতি প্রকাশ চাকমা (Jyoti Prokash Chakma)
(D) জুরি মং (Juri Mong)

19. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় _ট্রান্সমিশন (Transmitting data without saving in any storage device is called_

(A) আসিনক্রোনাস (asynchronous)
(B) সিমপ্লেক্স (simplex)
(C) সিনক্রোনাস (syrichronous)
(D) আইসােক্রোনাস (sochronous)

20.২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে (The 2" highest allocated sector of the development budget of 2021-2022 is) -

(A) স্বাস্থ্য (health)
(B) শিক্ষা ও প্রযুক্তি (education and technology)
(C) কৃষি (agriculture)
(D) পরিবহন ও ফেগাযােগ (transport; communication)

21.যে প্রােগ্রামিং ল্যাংগুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়ােগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না (The programming language, not used for artificial intelligence is ) -

(A) সি++ (C++)
(B) ম্যাটল্যাব (MATLAB)
(C) ফক্সপ্রাে (FoxPro)
(D) প্রোলগ (Prolog)

22.জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন (The prolocutor of the National Parliament is the ) -

(A) প্রধানমন্ত্রী (Prime Minister)
(B) চিফ হুইপ (Chief Whip)
(C) সাধারণ সম্পাদক (General Secretary)
(D) স্পিকার (Speaker)

23. যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন (The highest remittance sent by the expatriate Bangladeshis is from) -

(A) সৌদি আরব (Saudi Arabia)


(B) যুক্তরাজ্য ( United Kingdom)
(C) আরব আমিরাত (United Arab Emirates)
(D) যুক্তরাষ্ট্র (United States of America)

24. ‘ঈদগাঁও', 'মধ্যনগর' এবং 'দাসার' হলাে (Eidgaon, 'Modhyonagar' and 'Dasar' are) -

(A) নবনির্মিত পর্যটন কেন্দ্র (newly established tourist spots)
(B) নতুন আবিষ্কৃত কয়লাখনি (newly discovered coal mines)
(C) সদ্য প্রতিষ্ঠিত উপজেলা (newly established Upazilas)
(D) নবনির্মিত ইপিজেড (newly established EPZS)

25. “ইউনেস্কো-বাংলাদেশ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘােষিত হয়েছে (The "UNESCO-Bangladesh 'Bangabandhu Sheikh Mujibur Rahman' International Prize" is announced in the field of) -

(A) নারীর ক্ষমতায়ন (women empowerment)
(B) সমাজকল্যাণ (social welfare)
(C) দারিদ্র্য দূরীকরণ (poverty eradication)
(D) সৃষ্টিশীল অর্থনীতি (creative economics)

26.কোভিড-১৯-এর ৩ ডােজের টিকা 'আবদালা'-র আবিষ্কারক (The three shot COVID-19 vaccine 'Abdala' is developed by) --

(A) স্পেন (Spain)
(B) কিউবা (Cuba)
(C) রাশিয়া (Russia)
(D) জার্মানি (Germany)
27. “ইলামতি' হলাে ('llamoti is) -

(A) একটি চলচ্চিত্র (a film)
(B) এক ধরনের আম (a variety of mango)
(C) একটি উপন্যাস (a novel)
(D) এক ধরনের ধান (a variety of paddy)

28. ‘নহর-ই-যুবাইদা' যেখানে অবস্থিত (Nehr-e-Zubaida is situated in) -

(A) মক্কা (Mecca)
(B) মদিনা (Medina)
(C) বাগদাদ (Baghdad)
(D) দামেস্ক (Damascus)

29.২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে (The 22nd Commonwealth Games will be held in the city of) -

(A) বার্মিংহাম (Birmingharm)
(B) মেলবাের্ন (Melbourne)
(C) কুয়ালালামপুর (Kuala Lumpur)
(D) সিঙ্গাপুর সিটি (Singapore City)

30. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর (As the President of the US, Joe Biden first visited) --

(A) যুক্তরাজ্য (The United Kingdom)
(B) রাশিয়া (Russia)
(C) ফ্রান্স (France)
(D) বেলজিয়াম (Belgium)
Next Post Previous Post