প্যারিস শান্তি সম্মেলন

প্যারিস শান্তি সম্মেলন কি ? প্যারিস শান্তি সম্মেলন বলতে কি বুঝায়?

প্রথম বিশ্বযুদ্ধোত্তর যুগে ১৯১৯ সালের প্রথম দিকে ফ্রান্সের প্যারিস নগরীতে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় তাই "প্যারিস শান্তি সম্মেলন" নামে পরিচিত । এই শান্তি সম্মেলনে বেশ কয়েকটি দেশের মধ্যে পারস্পরিক চুক্তি সম্পাদনের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া হয় ।

প্যারিস শান্তি সম্মেলন কি ?

১৯১৪ সালের ২৪ জুলাই অস্ট্রিয়া-হাঙ্গেরি কর্তৃক সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় । ১৯১৮ সালের ১১ নভেম্বর মিত্রশক্তিবর্গ কর্তৃক জার্মানির সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিশ্ব যুদ্ধের সমাপ্তি ঘটে । যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের দুই মাসেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পর ১৯১৯ সালের প্রথমদিকে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী মিত্রশক্তির ৩২ টি দেশের প্রতিনিধিরা শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি চুক্তি সম্পাদনের জন্য ফ্রান্সের প্যারিস নগরীতে যে সম্মেলনে মিলিত হন তাই প্যারিস শান্তি সম্মেলন নামে পরিচিত.

প্যারিস শান্তি সম্মেলন কখন সম্পাদিত হয় ?

১৯১৯ সালের জানুয়ারিতে প্যারিসে যে শান্তি সম্মেলন শুরু হয় তাতে জার্মানির বিপক্ষে যে সকল দেশ যুদ্ধে অংশগ্রহণ করে অথবা যুদ্ধ চলাকালে জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে তারা প্রতিনিধি পাঠায় । পৃথিবীর ৩২ টি দেশের প্রতিনিধিরা শান্তি সম্মেলনে অংশগ্রহণ করে শান্তি চুক্তি সম্পাদনকে ত্বরান্বিত করে। তবে প্যারিস শান্তি সম্মেলনে প্রধান চারটি দেশের প্রতিনিধিই মুখ্য ভূমিকা পালন করে । তারা হলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিট লয়েড জর্জ, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্লিমেনশো ও ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অর্ল্যান্ডো । তবে শেষ পর্যায়ে অরল্যান্ডো কে বাদ দিয়ে বাকি তিনজন নেতা ব্যক্তিগতভাবে শান্তি সম্মেলনের সকল কাজ সমাধা করেন। উল্লেখ্য, এ সম্মেলনে পরাজিত দেশসমূহের কোনো প্রতিনিধি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি ।

প্যারিস শান্তি সম্মেলনে কয়টি দেশ অংশগ্রহণ করে ?

১৯১৯ সালের জানুয়ারিতে প্যারিসে যে শান্তি সম্মেলন শুরু হয় তাতে জার্মানির বিপক্ষে যে সকল দেশ যুদ্ধে অংশগ্রহণ করে অথবা যুদ্ধ চলাকালে জার্মানির সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে তারা প্রতিনিধি পাঠায় । পৃথিবীর ৩২ টি দেশের প্রতিনিধিরা শান্তি সম্মেলনে অংশগ্রহণ করে শান্তি চুক্তি সম্পাদনকে ত্বরান্বিত করে।

প্যারিস শান্তি সম্মেলনে মূখ্য ভূমিকা পালন করেছিল কে ?

প্যারিস শান্তি সম্মেলনে প্রধান চারটি দেশের প্রতিনিধিই মুখ্য ভূমিকা পালন করে । তারা হলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেবিট লয়েড জর্জ, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্লিমেনশো ও ইতালির প্রধানমন্ত্রী ভিটোরিও অরল্যান্ডো

প্যারিস শান্তি সম্মেলনে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় ?

বিশ্বশান্তি রক্ষার জন্য বিভিন্ন আলাপ আলোচানা ও মতামতের ভিত্তিতে প্যারিস শান্তি সম্মেলনে মোট ৫টি চুক্তি সম্পাদিত হয় । যেমন..

ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

মিত্র ও সহযোগী শক্তিবর্গ ১৯১৯ সালের ৮ জূন ভার্সাই চুক্তি সম্পাদন করে ।

সেন্ট জার্মেইন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

মিত্র ও সহযোগী শক্তি এবং অস্ট্রিয়ার মধ্যে ১৯১৯ সালের ১০ সেপ্টেম্বর সেন্ট জার্মেইন চুক্তি সম্পাদিত হয় ।

নিউলি চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

মিত্র ও সহযোগী শক্তিবর্গ বুলগেরিয়ার সাথে ১৯১৯ সালের ২৭ নভেম্বর নিউলি চুক্তি সম্পাদন হয়।

ট্রিয়ানন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

মিত্র ও সহযোগী শক্তিবর্গ হাঙ্গেরির সাথে ১৯২০ সালের ৪ জুন ট্রিয়ানন চুক্তি সম্পাদন করা হয়।

সেভার্সের চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

সর্বোপরি প্যারিস শান্তি সম্মেলনে মিত্রর ও সহযোগী শক্তিবর্গ ১৯২০ সালের ১০ আগস্ট অটোমান সাম্রাজ্যের সাথে সেভার্সের চুক্তি সম্পাদন করে ।

পরিশেষে বলা যায় যে, প্রথম বিশ্বযুদ্ধোত্তর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ফ্রান্সের প্যারিস নগরীতে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় তাই প্যারিস শান্তি সম্মেলন নামে খ্যাত। এ সম্মেলনে যেসব চুক্তি সম্পাদিত হয়েছিল তা ছিল মিত্র ও সহযোগী শক্তিবর্গ কর্তৃক জার্মানি ও তার অক্ষ শক্তির বিরুদ্ধে চাপিয়ে দেওয়া চুক্তি। এতদসত্ত্বেও এসব চুক্তি সাময়িককালের জন্য বিশ্বশান্তি পুঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Next Post Previous Post